১ সেপ্টেম্বর, ২০২৫ | ১৭ ভাদ্র, ১৪৩২ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

উখিয়ায় ইউপি সদস্য মুছার রান্নাঘর থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৫

 ফারুক আহমদ, উখিয়াঃ করোনা ভাইরাসের কারনে লকডাউনের মাঝেও থেকে নেই ইয়াবা বানিজ্য। করোনা নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততাকে কাজে লাগাচ্ছে ইয়াবা কারবারি সিন্ডিকেট। উখিয়ার উপকুলীয় এলাকা  জালিয়াপালং ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন কমিনিউটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, স্থানীয় দুই চৌকিদার সহ ৫ জন ৯ হাজার ইয়াবা নিয়ে উখিয়া থানা পুলিশের হাতে আটক হয়েছে।
থানা সুত্রে জানা গেছে,গোপন  সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার  ১৬ এপ্রিল সকাল সকাল সাড়ে ১১ টার     দিকে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্বার্থ  সাহার নেতৃত্বে একদল পুলিশ জালিয়াপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন কমিনিউটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক মোঃ মুছার বাড়িতে অভিযান চালিয়ে ৯ হাজার ইয়াবা উদ্ধার করে।  ইনানী পুলিশ ফাঁড়ি ইনচার্জ সিদ্ধার্থ সাহা অভিযানের সত্যতা স্বীকার করে বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে ছেপট খালী গ্রামে মেম্বার মূছার বাড়িতে মাদক বিরোধী অভিযান চালানো হয়।
অভিযোগে প্রকাশ,  আওয়ামী লীগ নেতা ও কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মেম্বার মূছাকে ছাড়িয়ে নিতে দেন দরবার ও দৌড় ঝাপ শুরু হলে পুলিশের অনড় ভূমিকার কারণে তা ব্যর্থ হয়। এরই মধ্য   খবর পেয়ে দ্রুত ঘটনা স্হলে যান উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আক্তার মর্জু।  এ সময় উপস্থিত হন জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।  সকলের সামনে উদ্ধারকৃত ইয়াবা গনণা করা হয়।
 এদিকে থানা সূত্রে জানা গেছে,  পুলিশ ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে মেম্বার মুছা (৪০),৯ নং ওয়ার্ডের চৌকিদার মঞ্জুর আলম (২৫),৮ নং ওয়ার্ডের চৌকিদার আবুল বশর,   সুমন চাকমা (২৪) ও তার মা মছু চাকমাকে আটক করে থানায় নিয়ে আসেন।
উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জু জানান,আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।