১৯ ডিসেম্বর, ২০২৫ | ৪ পৌষ, ১৪৩২ | ২৭ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল

উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

নিজস্ব প্রতিবেদকঃ

উখিয়া ময়নারঘোনা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল আইওএমের পরিচালিত উইমেন্স গার্লস শ্যাপ স্পেস এবং রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন।

৬ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১০ টায় উখিয়া ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের এফডিএমএন ক্যাম্প-১১ এবং ক্যাম্প-১৮ এলাকা পরিদর্শন করেন।

প্রতিনিদি দলের সদস্যরা হল, ঢাকা অস্ট্রেলিয়ান হাইকমিশনার মিসেস সুসান রাইল, বাংলাদেশ অস্ট্রেলিয়ান হাইকমিশনারের প্রথম সচিব মি. নিক ম্যাকলিন, অস্ট্রেলিয়ান হাইকমিশনারের উপদেষ্টা তৃতীয় সচিব মা. হামাহ হোসেন, অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সিনিয়র হিউম্যানিটেরিয়ান প্রোগ্রাম ম্যানেজার মিসেস বোনশ্রী সরকার, অস্ট্রেলিয়ান হাইকমিশনারের হিউম্যানিটেরিয়ান প্রোগ্রাম অফিসার মি. হাসিন সাদাব ভূঁইয়া।

উখিয়া ৮ এপিবিএন ময়নারঘোনা ১২ ক্যাম্পের উপপরিদর্শক মোহাম্মদ আশিকুর রহমান বলেন, সকালে কক্সবাজারের উখিয়া ময়নারঘোনা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল ক্যাম্প:-১২ এর জি/২ ব্লকে অবস্থিত ইউএনএইচসিআর এর পরিচালিত যৌথ নিবন্ধন সাইটে উপস্থিত ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবগত হন।রোহিঙ্গাদের ডাটাবেজ রেজিস্ট্রার সেন্টার পরিদর্শন করেন। মায়ানমার থেকে আগত নতুন রোহিঙ্গাদের ডাটা রেজিষ্ট্রেশন কার্যক্রম প্রক্রিয়া পরিদর্শন করেন।

এদিকে, দুপুরে প্রতিনিধিদলটি ক্যাম্প ১৮ ই ব্লকে আইওএমের পরিচালিত উইমেন্স গার্লস শ্যাপ স্পেস এবং রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন। ম্যাপ-স্কেচ এর মাধ্যমে পূর্বে মিয়ানমারে রোহিঙ্গাদের বসবাসরত এরিয়া এবং বর্তমানে উক্ত ক্যাম্পের এরিয়া সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

তিনি বলেন, পরবর্তীতে ২ টা ৫০ মিনিটের সময় ৫ সদস্যের প্রতিনিধি দলটি উখিয়া ময়নারঘোনা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।