১ মে, ২০২৫ | ১৮ বৈশাখ, ১৪৩২ | ২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

ঈদগড় ঘিলাতলীতে রোহিঙ্গাদের বসবাস দিন দিন বাড়ছে

barmaya
কক্সবাজার রামুর ঈদগড় ঘিলাতলী এলাকায় রোহিঙ্গাদের বসবাস দিন দিন ব্যাপক হারে বাড়ছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, পুরো ঈদগড় এলাকায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটলেও ঘিলাতলী এলাকায় আশ্রয় নিচ্ছে বেশী। স্থানীয়দের সহযোগিতায় রিজার্ভ বনভূমি দখল পূর্বক বসতি গড়ে তুলছে রোহিঙ্গারা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কোন মাথা ব্যাথা। ফলে একদিকে বাড়ছে ঈদগড়ের জনসংখ্যা অপরদিকে কমছে বনভূমি। শুধু তা নয় এসব রোহিঙ্গারা উল্লেখিত এলাকায় বসবাস পূর্বক এলাকার পরিবেশকে অশান্ত করে তুলছে। চুরি, ডাকাতি, অপহরণ থেকে শুরু করে নানা দাঙ্গা-হাঙ্গামায় অংশ নিচ্ছে এসব রোহিঙ্গারা। সরজমিন পরিদর্শনে দেখা যায়, এসব রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রনেও নেই কোন প্রকার নিয়ম নীতি। দিনের পর দিন এসব রোহিঙ্গারা মায়ানমার থেকে এসে উল্লেখিত এলাকায় আশ্রয় নেওয়ায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠছে। বর্তমানে স্থানীয় জনসাধারণ আতংকে রয়েছে। কখন না কখন অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। সম্প্রতি অনুপ্রবেশ ব্যাপক হারে বাড়লেও পুলিশ প্রশাসনের নেই কোন অভিযান। কোন অভিযান না থাকায় এসব রোহিঙ্গারা বেপরোয়া হয়ে উঠছে। এলাকার শ্রম বাজার থেকে শুরু করে সর্বস্তরে রয়েছে বর্তমানে রোহিঙ্গাদের অবাধ বিচরণ। জানা যায়, এসব রোহিঙ্গারা কৌশলে স্থানীয় জনপ্রতিনিধিদেরকে ম্যানেজ করে পর্যায়ক্রমে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হয়ে যায়। অপরদিকে স্থানীয় জনসাধারণের জান মালের উপর নানা অঘটন ঘটায়। ইতিপূর্বে রোহিঙ্গারা এলাকার অনেককেই হত্যা করে। এর পরও দিন দিন ঘিলাতলী এলাকায় রোহিঙ্গাদের বসবাস বাড়তে থাকায় স্থানীয় জনসাধারণ আইনশৃংখলা বাহিনীর তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন। উল্লেখ্য, ঘিলাতলী এলাকা ঈদগড়ের সীমানার একেবারে উত্তরে হওয়ায় রোহিঙ্গারা বসবাসের জন্য নিরাপদ হয়ে উঠছে। ঈদগড় ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য মোজাফ্ফর আহমদ জানান, ঈদগড়ের ঘিলাতলীতে দীর্ঘদিন যাবত রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাড়ছে এবং পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় বসবাস গড়ে তুলছে। এ ব্যাপারে ঈদগড়ে দায়িত্বরত রামু থানা এএসআই এস এম রাশেদুল ইসলাম জানান, এসব রোহিঙ্গাদের বিরুদ্ধে শিগ্রই অভিযান পরিচালিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।