
ঈদগড়-ঈদগাও সড়ক থেকে অপহরণের পর আইন শৃংখলা বাহিনীর অব্যাহত অভিযানের মুখে বাকী দুই ব্যাক্তিকেও ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। বুধবার রাতে ঈদগড় বউঘাট নামক এলকার বাসিন্দা কাসেম আলীর ছেলে ড্রাইভার সাইফুল ইসলাম ও একই ইউনিয়নের মোহাম্মদ সওদাগরের ছেলে নুরুল ইসলাম কে ঈদগাও ভোমরিয়া ঘোনা নামক এলাকায় ছেড়ে দেওয়া হয়। এর আগে সন্ধ্যা ৬.৫০ টায় লাখ টাকা মুক্তিপন আদায়ের পর বিএনপি নেতা ও সাবেক ইউপি মেম্বার ফরিদুল আলমকে ছেড়ে দেওয়া হয়েছিল। অপহরণের পর তাদেরকে ঘটনাস্থল থেকে চোখ বেঁেধ খাল পার করে আনুমানিক দুই কি:মি দূরের গহীণ অরণ্যে নিয়ে যাওয়া হয়েছিল বলে মুক্তি পাওয়া ব্যাক্তিরা জানিয়েছেন।
উল্লেখ্য, গতকাল বুধবার সকাল ৮টায় এ তিন জনকে রামু উপজেলার ঈদগাও ঢালা নামক এলাকায় থেকে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা।
ঈদগাও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিনহাজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
			
									
			
					 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১ 
					
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫ 
					
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪ 
					
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯ 
					
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫ 
					
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩ 
					
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০ 
					
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯ 
					
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।