১৩ সেপ্টেম্বর, ২০২৫ | ২৯ ভাদ্র, ১৪৩২ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

ঈদ বাজারে যানজট নিরসনে ‘মাঠে নেমেছে প্রশিক্ষিত ২৫ যুবক!

coxs pic,1, 3
কক্সবাজার শহরে অপরাধ ও যানজট নিরসনের লক্ষে মাঠে নেমেছে প্রশিক্ষিত ২৫ যুবক। গতকাল মঙ্গলবার এই উপলক্ষে কক্সবাজার পৌরসভায় এক সভা অনুষ্টিত হয়। জেলা পুলিশ শ্যামল কুমার নাথ নিযুক্ত প্রশিক্ষিত ২৫ কমিউনিটি পুলিশ সদস্যদের গঠন মূলক নানা নির্দেশনা দেন।
এই সময় পুলিশ সুপার সাংবাদিকদের জানান, নিযুক্ত ২৫ কমিউনিটি সদস্যরা ঈদ বাজারে যানজট নিরসনের পাশাপাশি ঈদ উপলক্ষ্যে মৌসমুী অপরাধীদের প্রতিরোধে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত থাকবে। তিনি বলেন, ‘সবাই নিশ্চিতে বাজার করবেন। তবে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার মুখোমুখী হলেই পুলিশকে অবহিত করবেন। সাথে সাথে পুলিশ এ্যাকশানে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আবু সালাম চৌধুরী. কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম, কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, ট্রাফিক পুলিশের (টিআই) আব্দুর রউফ, সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দীন চৌধুরী, ট্রাফিক পুলিশের দায়িত্বরত সার্জেন্ট জাকির হোসাইন, সার্জেন্ট আদেল প্রমুখ।
জেলা ট্রাফিক পুলিশের (টিআই) আব্দুর রউফ জানান, ট্রাফিক পুলিশ ও কক্সবাজার পৌরসভার যৌথ উদ্দ্যোগে এসব পুলিশ নিয়োগ দেয়া হয়। ওই ২৫ যুবককে প্রশিক্ষন দেয়া হয়েছে। তাদেরকে ট্রাফিকের দায়িত্বরতা তদারকি করবেন বলে তিনি দাবি করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।