
কক্সবাজার সদরের ইসলামাবাদে অগ্নিকাণ্ডে ৪ বসতবাড়ী ভস্মীভূত হয়েছে। ৩১ মে ভোর রাত ২ টায় বর্ণিত ইউনিয়নের পাঁহাশিয়া খালী গ্রামে উক্ত অগ্নিকান্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোর রাত ২টার সময় অত্র এলাকার সাবেক ইউ.পি মেম্বার বজল আহমদের বাড়ীর বৈদ্যুতিক মিটার বোর্ড থেকে শট-সার্কিট করে আগুনের সূত্রপাত হয় ও আগুন সারা বাড়ীতে ছড়িয়ে পড়ে। অল্পক্ষনের মধ্যেই পার্শ্ববর্তী আরো কয়েকটি বাড়ীতে দ্রুত আগুন লেগে যায়। ফলে অল্পক্ষনের মধ্যে রশিদ আহমদ ও নাসির উদ্দিনের বাড়ীসহ ৪টি বাড়ী আগুনে পুড়ে যায়। পরে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের খবরে কক্সবাজার থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশে নিচে অসহায় অবস্থায় দিনাতিপাত করিতেছে। উল্লেখ্য বৃহত্তর ঈদগাঁওতে প্রতিবছর আগুনে পুড়ে জানমালের ব্যাপক ক্ষতি হলেও অদ্যবধি এখানে কোন ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হয়নি।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।