এস. এম. তারেক, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলাধীন ইসলামপুর ইউনিয়নের খাঁনঘোনায় বজ্রপাতে ১ লবন শ্রমিক নিহত এবং অপর ২ শ্রমিক আহত হয়েছে। আজ ২ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে ওই ইউনিয়নের খাঁনঘোনার আল সৌদিয়া লবণ মিলের সামনে এ ঘটনাটি ঘটেছে। নিহত লবণ শ্রমিকের নাম আবুল কালাম (৪১)। তিনি পাশ্ববর্তী পোকখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী এলাকার মৃত এজাহার মিয়ার পুত্র।
আহতরা হলেন, ইসলামপুর ইউনিয়নের উত্তর খানঘোনা এলাকার কাচারী পাড়ার বাসিন্দা মোবারক হোসেন (৩২) এবং অপরজন ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া এলাকার মৃত মমতাজ আহমদের পুত্র আবুবক্কর ছিদ্দিক লুতু (৪২)। বজ্রপাতকালীন হতাহতরা লবণ পরিমাপের কাজ করছিলেন বলে জানা গেছে।
আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন, ওই ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী ও সমাজসেবক হারুনর রশীদ। ইসলামপুর ও পোকখালীর ইউপি চেয়ারম্যান যথাক্রমে- আবুল কালাম ও রফিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।