১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২ | ২০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”

ইসলামপুর ছাত্র পরিষদ-আইএসসি’র ৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন

কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলীস্থ ইসলামপুরের সর্বস্তরের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইসলামপুর ছাত্র পরিষদ-আইএসসি’র এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ৮টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সকল সদস্যের ভোটের মাধ্যমে ২০১৭ সালের জন্য ৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।
সংগঠন সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিয়াজের সঞ্চালনায় সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা মেহেদাদ হোসেন মুরাদ, এমরান ফারুক অনিক, শাহেদুল ইসলাম শাহেদ ও আজিজুল হক টিটু।
সভায় সংগঠনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং সংগঠনকে আরো গতিশীল করার জন্য কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবদুর মান্নান রানা’র সরকারি চাকুরি হওয়ায় অভিনন্দন জানানো হয় এবং তাঁকে প্রশিক্ষণের জন্য বিদায়ী শুভেচ্ছা প্রদান করা হয়।
পরে সকল সদস্যের গোপন ব্যালটের মাধ্যমে নতুন কার্যকরি কমিটি গঠিত হয়েছে। সকল সদস্যের সম্পূর্ণ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত আরিফুল ইসলাম রিয়াজ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ, ধর্ম-ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক আজিজুর রহমান আজিজ এবং প্রচার সম্পাদক গরিব উল্লাহ ফাহিম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।