২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাহপরী হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাহপরী হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (১৫জুলাই) রাত সাড়ে ৯টার দিকে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার এসআই (নিঃ) মো. সুমন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ইয়াবা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের একজন রংপুরের মিঠাপুকুর বড় মির্জাপুর ১৪ নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত লাল মিয়ার ছেলে মোহাম্মদ আয়নাল মিয়া (৪২) এবং একই জেলার মিঠাপুকুর ১৫ নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রায়ের পাড়ার মৃত সামাদ মিয়ারর ছেলে মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
সূত্রে জানা যায়, কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের (কদলাতলী উড়নি নামক স্থানে) কক্সবাজারমুখী একটি ট্রাকের ড্রাইভিং সিট ও হেলপারের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
শাহপুরী হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহপুরী হাইওয়ে পুলিশ বরাবরই গাড়ির ব্যবস্থাপনা, অবৈধ গাড়ির রাস্তায় চলাচলের উপর কঠোর নজরদারি করে যাচ্ছে। সাথে ইয়াবা ও চোরাচালান প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা রয়েছে।
হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে উখিয়ায় থানায় মামলা দায়ের করা হয়েছে। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।