১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাহপরী হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাহপরী হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (১৫জুলাই) রাত সাড়ে ৯টার দিকে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার এসআই (নিঃ) মো. সুমন তালুকদার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ইয়াবা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতদের একজন রংপুরের মিঠাপুকুর বড় মির্জাপুর ১৪ নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত লাল মিয়ার ছেলে মোহাম্মদ আয়নাল মিয়া (৪২) এবং একই জেলার মিঠাপুকুর ১৫ নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রায়ের পাড়ার মৃত সামাদ মিয়ারর ছেলে মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
সূত্রে জানা যায়, কক্সবাজার টেকনাফ আঞ্চলিক মহাসড়কের (কদলাতলী উড়নি নামক স্থানে) কক্সবাজারমুখী একটি ট্রাকের ড্রাইভিং সিট ও হেলপারের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
শাহপুরী হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহপুরী হাইওয়ে পুলিশ বরাবরই গাড়ির ব্যবস্থাপনা, অবৈধ গাড়ির রাস্তায় চলাচলের উপর কঠোর নজরদারি করে যাচ্ছে। সাথে ইয়াবা ও চোরাচালান প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা রয়েছে।
হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে উখিয়ায় থানায় মামলা দায়ের করা হয়েছে। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।