১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ২ আশ্বিন, ১৪৩২ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

ইতিহাস গড়ে নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

 

স্পোর্টস ডেস্কঃ জিতলেই ফাইনাল–এমন সমীকরণকে সামনে রেখেই স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সেই সমীকরণকে সত্যি করে ইতিহাস গড়লেন সালমা-রুমানারা। প্রথমবারের মতো নারীদের এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরকার্ডে ১৩০ রানের বেশি সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। তবে বড় সংগ্রহ গড়তে না পারলেও বল হাতে দাপট দেখান বাংলাদেশি বোলাররা। ৯ উইকেট হারিয়ে মাত্র ৬০ রানেই থেমে যায় মালয়েশিয়ার ইনিংস। বাংলাদেশ পায় ৭০ রানের বড় জয়।
স্বাগতিকদের বিপক্ষে এই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে সালমা খাতুনের দল। ফাইনালের বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দিনের প্রথম ম্যাচে পাকিস্তান নারী ক্রিকেট দলকে সাত উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারতীয় নারী ক্রিকেট দল।
১০ জুন ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
নারী এশিয়া কাপে খেলার উদ্দেশে দেশ ছাড়ার আগে অন্তত ফাইনাল খেলার আশাবাদ ব্যক্ত করেছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। যদিও বাংলাদেশের এশিয়া কাপ শুরু হয়েছিল শ্রীলংকার বিপক্ষে বিব্রতকর এক হার দিয়ে।
তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরের ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ইতিহাস গড়া জয় পায় বাংলাদেশ। নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ১৪২ রান করে ভারতীয় নারীদের সাত উইকেটে হারান সালমা-রুমানারা।
চতুর্থ ম্যাচে তুলনামূলক দুর্বল থাইল্যান্ডের বিপক্ষে নয় উইকেটের জয় তুলে নিলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।