
আশুলিয়ার জিরাবোতে কালারম্যাক্স বিডি লিমিটেড নামে একটি লাইটার কারখানাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ জনের বেশি শ্রমিক দগ্ধ হয়েছে। এরমধ্যে বেশির ভাগই নারী শ্রমিক। আহতদের স্থানীয় হাসপাতাল ছাড়াও গুরুতর অনেককে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে এবং প্রায় আড়াই ঘণ্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়ার ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল হামিদ জানান, গ্যাস লাইট কারখানা হওয়া আগুনের তীব্রতা ও ব্যাপকতা দ্রুত ছড়িয়ে পড়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে সময় লাগেছে। তবে এ ঘটনায় কোনো শ্রমিক ভেতরে আটকে আছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত না। তবে অগ্নিদগ্ধ হয়ে শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।