৬ অক্টোবর, ২০২৫ | ২১ আশ্বিন, ১৪৩২ | ১৩ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

আধুনিক ও অবাধ তথ্য প্রযুক্তি সমৃদ্ধ শিক্ষার মাধ্যমে এগিয়ে যাচ্ছে শিশুবান্ধব স্কুল বর্ণমালা


চকরিয়া পৌরসভার থানা সেন্টারে অবস্থিত উপজেলার একমাত্র শিশু বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা একাডেমিতে তিনদিন ব্যাপি ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় দিন বৃহস্পতিবার ব্যাপক অনুষ্ঠানমালার মাধ্যমে অনুষ্টিত হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী।
বর্ণমালা একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামীলীগ সদস্য আমিনুর রশিদ দুলালের সভাপতিত্বে ও একাডেমীর শিক্ষক সিরাজুল গণি ছোটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া বিশ^বিদালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক পদ্মলোচন বড়–য়া, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদুল হক, দিগরপানখালী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মুজিবুল হক বিএসসি, ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ সেন্টু চৌধুরী, পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম কালু, বর্ণমালা একাডেমির অধ্যক্ষ নুরুল হোছাইন ও উপাধ্যক্ষ সরওয়ার উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেয়র আলমগীর চৌধুরী বলেন, শিশুদের মননশীল, আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে বর্ণমালা একাডেমি অনন্য ভূমিকা রেখে যাচ্ছে। এ প্রতিষ্ঠান একেবারে ব্যতিক্রম ধর্মী। তিনি পৌরসভার পক্ষ থেকে এ প্রতিষ্ঠানের জন্য সহযোগিতার আশ^াস দেন।
আজ ১৮ ফেব্রুয়ারী শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ইলিয়াছ এবং প্রধান বক্তা থাকবেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সভাপতি আলহাজ জাফর আলম এমএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বর্ণমালা একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামীলীগ সদস্য আমিনুর রশিদ দুলাল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।