৯ নভেম্বর, ২০২৫ | ২৪ কার্তিক, ১৪৩২ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আত্মগোপনে গিয়ে অপহরণ নাটক, চট্টগ্রাম থেকে আটক

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফের পাহাড় কেন্দ্রিক ধারাবাহিক অপহরণের ঘটনার মধ্যে এক যুবক নিজকে অপহরণের নাটক সাজিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন।
টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাথা ভাঙ্গা এলাকার করিম উল্লাহর নুরুল আফসার (২৭) নামের এই যুবক নিখোঁজের ঘটনায় গত ৩০ মে টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করেন তার ছোট ভাই নুরুল কাইসার। রবিবার (৪ জুন) সকালে এই আফসারকে চট্টগ্রাম থেকে আটক করে পুলিশ টেকনাফ থানায় নিয়ে এসেছেন।

টেকনাফ থানার ওসি মো. আবদুল হালিম জানিয়েছেন, ৩০ মে সাধারণ ডায়েরি করে জানানো হয় নুরুল আফসার ২৭ মে নিজ বাড়ি থেকে শামলাপুর বাজারে পিতার গরু বিক্রি বাবদ পাওয়া টাকা আনতে যান। এরপর থেকে নুরুল আফসার নিখোঁজ রয়েছে। সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করার পরে তদন্তকালিন সময় নুরুল আফসারের নিজস্ব ফোন থেকে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে জানানো হয় আফসারকে অপহরণ করা হয়েছে এবং ৪ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।

ওসি জানান, পুলিশ তদন্তকালিন সময় প্রযুক্তির ব্যবহারে আফসারের ফোন নম্বরের অবস্থান শনাক্ত করে চট্টগ্রামে নিশ্চিত হতে পারে। এরপর চট্টগ্রামের বদ্দারহাট এলাকার আবাসিক হোটেল মরিয়মে গিয়ে আফসারের অবস্থান এবং ফোন নম্বর পাওয়া যায়। এসময় সিসিটিভির ফুটেজেও দেখা মিলে আফসারের। রবিবার আফসারকে চট্টগ্রাম থেকে আটক করে টেকনাফে আনা হয়েছে।

আবদুল হালিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আফসার স্বীকার করেছে স্বেচ্ছায় আত্মগোপনে নিয়ে অপহরণ নাটক করে পরিবার থেকে টাকা আদায়ের চেষ্টা করেছেন তিনি। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।