
কক্সবাজার প্রতিনিধি:
পদ্মা সেতুর উদ্বোধনের দিনকে জাতীয় আনন্দের দিন বলে উল্লেখ করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
তিনি বলেন, সকল ষড়যন্ত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এরচেয়ে আনন্দক্ষণ মূহুর্ত আর কিছুই হতে পারে না।
শনিবার পদ্মা সেতুর উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা পুলিশ। শোভাযাত্রা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শেষ হয় কক্মবাজার শহরের হলিডে মোড়ে। শোভাযাত্রায় অংশ নেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ জিল্লুর রহমান, পিবিআইয়ের পুলিশ সুপার সারোয়ার আলম, সিআইডির পুলিশ সুপার ফয়সাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি, কাউন্সিলর মিজানুর রহমান প্রমুখ।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।