১২ নভেম্বর, ২০২৫ | ২৭ কার্তিক, ১৪৩২ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক

আজ কক্সবাজার জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিলনমেলা

প্রেস বিজ্ঞপ্তি: ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য আয়োজন করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। এই উপলক্ষ্যে এক বিরাট মিলনমেলা আজ অনুষ্ঠিত হচ্ছে। বেলা ২টা থেকে কক্সবাজার শহীদ দৌলত ময়দানের অনুষ্ঠিতব্য এই মিলনমেলায় ২০ হাজার নেতাকর্মী সমবেত হবে। জেলা ছাত্রলীগ সূত্রে এই তথ্য জানা গেছে।

জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মইন উদ্দীন জানান, বেলা ২টায় কক্সবাজার রুমালিয়ারছড়া পিটিস্কুল এলাকা থেকে বিশাল র‌্যালী দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। নানা সাজে সাজানো এই বিশাল র‌্যালী কক্সবাজার শহর প্রদিক্ষণ করে শহীদ দৌলত ময়দানে মূল অনুষ্ঠানে যোগ দেবে। এর আগে বিভিন্ন উপজেলা ও ইউনিটি কমিটি নেতাকর্মীরা শোডাউন সহকারে র‌্যালীতে যোগ দেবেন। র‌্যালী শেষে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহামদ চৌধুরী, উখিয়া-টেকনাফ আসনের সাংসদ আবদুর রহমান বদি, কক্সবাজার স দর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল ও মহেশখালী কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। এছাড়াও জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা, ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত থাকবেন।

সার্বিক প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকভাবে উদযাপন করবো। এতে জেলার বিভিন্ন ইউনিট কমিটির ২০ হাজার নেতাকর্মী অংশ নেবেন। আমরা এই অনুষ্ঠানকে স্মরণীয় রাখার মতো করে উদযাপন করবো।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।