৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

আগামী নির্বাচনেও কক্সবাজার-১ আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে হবে- কর্মীসভায় এমপি জাফর

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন-  আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে শতভাগ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। এই নির্বাচনেও কক্সবাজার-১ আসনটি দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দিতে হবে। তাই প্রতিটি পাড়া-মহল্লায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং এলাকার পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য মানুষের তালিকা তৈরী করে কেন্দ্রভিত্তিক শক্তিশালী কমিটি গঠন করতে হবে। যাত আগুন-সন্ত্রাসী, সাম্প্রদায়িক অপশক্তি স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতচক্র মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

এমপি জাফর আলম আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের মধ্যে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে সেই আগুন-সন্ত্রাসী, সাম্প্রদায়িক অপশক্তি স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতচক্র।

তাই যে কোন পরিস্থিতি শক্তহাতে মোকাবেলা করার জন্য সকল নেতাকর্মীকে ইস্পাত-কঠিণ ঐক্য গড়ে তুলতে হবে। যাতে অতীতের মতো চকরিয়া-পেকুয়া-মাতামুহুরীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আগুন-সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলায় ঝাপিয়ে পড়তে পারে। দেখিয়ে দিতে হবে, এখানে সেই অপশক্তির কোন স্থান নেই।

এমপি জাফর আলম শুক্রবার সন্ধ্যায় (২৬ মে) প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত বিশাল কর্মী সভায়।

ইউনিয়নের পহরচাঁদা কুতুব বাজারস্থ কমিউনিটি সেন্টারে আয়োজিত বিশাল এই কর্মী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল করিম। সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম বাদলের পরিচালনায় উক্ত কর্মীসভায় সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা আবদুল হাকিম, যুবনেতা ও তারুণ্যের প্রতীক আলহাজ্ব হায়দার আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সকল সিনিয়র নেতৃবৃন্দ। এই কর্মী সভায় শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।