৩ নভেম্বর, ২০২৫ | ১৮ কার্তিক, ১৪৩২ | ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

‘আওয়ামী লীগ ঝড়-তুফান আগুনে ভয় পায় না’

al.

  দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘আওয়ামী লীগ ঝড়, তুফান, সন্ত্রাস, আগুন কোনো কিছুকেই ভয় পায় না। শেখ হাসিনা যে দিন স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন সেই ১৯৮১ সালের ১৭ মে’তেও তুফান হয়েছিল।’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনাস্থলের প্রস্তুতি পরিদর্শনে শুক্রবার এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মায়া এ সব কথা বলেন।

সাংবাদিকরা প্রশ্ন করেন, ওই দিন আবহাওয়া খারাপ থাকলে গণসংবর্ধনায় কোনো প্রভাব পড়বে কিনা? এরই উত্তরে মন্ত্রী এ সব কথা বলেন।

আগামী ২৯ মে শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়া হবে। ভারতের সঙ্গে ছিটমহল বিনিয়ন চুক্তি বাস্তবায়নসহ সাম্প্রতিক সময়ে বিভিন্ন অবদানের জন্য এ সংবর্ধনা দেওয়া হবে।

এলক্ষ্যে শুক্রবার ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, দলের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ নেতা সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে আসেন।

মায়া সাংবাদিকদের বলেন, ‘এ স্থানেই ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন। আগামী ২৯ মে এখানেই শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়া হবে।’

শেখ হাসিনাকে গণসংবর্ধনার জন্য ইতোমধ্যেই ২০২ জনের একটি নাগরিক কমিটি করা হয়েছে। যার চেয়ারম্যান করা হয়েছে সাহিত্যিক সৈয়দ শামসুল হককে।

এ ছাড়া করা হয়েছে একটি প্রস্তুতি কমিটি। যার সভাপতি হলেন জাতীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। সদস্য সচিব করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।