১৬ নভেম্বর, ২০২৫ | ১ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!

আইভীকে সমর্থন জাতীয় পার্টির

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি সংবাদ সম্মেলনের মাধ্যমে আইভীর পক্ষে কাজ করার ঘোষণা দেন।

এস এম ফয়সাল চিশতি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ দলীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দেয়া হলো। নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ কোনো প্রার্থী না দিয়ে জাতীয় পার্টিকে সমর্থন করে গেছে। তাই নাসিক নির্বাচনে প্রধানমন্ত্রীর সম্মানে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে আমরা সমর্থন করলাম।

তিনি আরো বলেন, জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ যারা হুসেইন মুহম্মদ এরশাদকে ভালোবাসেন আমি বিশ্বাস করি তারা আইভীর পক্ষে কাজ করবেন। মনে রাখতে হবে এই নির্বাচনে সরকারের কোনো পরিবর্তন হবে না। উন্নয়নের স্বার্থে এবং শান্তি রক্ষার্থে আইভীকে নির্বাচিত করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুর সবুর আসাদ, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আলমগীর শিকদার লোটন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম সফিক, এনজিও বিষয়ক সম্পাদক রেজাউল করিম, কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম উদ্দিন আহম্মেদ, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কোটালিপাড়া পৌরসভার মেয়র এসএ অহিদুল ইসলাম ও টুঙ্গিপাড়ার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবির প্রমুখ।

তবে এসময় জাতীয় পার্টির এমপিসহ স্থানীয় কোনো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন না।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।