২১ অক্টোবর, ২০২৫ | ৫ কার্তিক, ১৪৩২ | ২৮ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে জোর পূর্বক বিয়ে নিয়ে এলাকায় তোলপাড় !


উখিয়া উপজেলার অন্তর্গত ৩নং হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা পালং (মধুঘোনা) এলাকায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে ১০ বছরের ছেলে আরফাতকে মেয়ের পক্ষ থেকে জোর পূর্বক বিয়ের পীড়িতে বসানোর জন্য জোর প্রচেষ্টা চালানোর ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
সূত্রে জানা যায়, পূর্ব মরিচ্যা পালং (মধুঘোনা) এলাকার আব্দুর রশিদের ছেলে মো: আরফাত (১২) কে একই এলাকার নুরুল হকের মেয়ে সুমি আক্তার (১৫) এর সাথে জোর পূর্বক বিয়ের পীড়িতে বসানোর জন্য মেয়ের পিতামাতাসহ এলাকার কিছু কুচক্রি মহল উঠে পড়ে লেগেছে। এতে মো: আরফাতের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগতেছে। নুরুল হক স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তির কথা কর্ণপাত না করে আব্দুর রশিদের পরিবারকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় জড়ানোর পায়তারা চালাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে হলদিয়া পালং ১নং ওয়ার্ডের মেম্বার এম. মনজুর আলম এই প্রতিবেদককে বলেন, ১২ বছরের শিশু ছেলে আরফাতকে এলাকার ষড়যন্ত্রকারীরা ভবিষ্যত অন্ধকার করে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র চালাচ্ছে। ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন। তিনি আরও বলেন, জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে নুরুল হক তার মেয়েকে ঢাল হিসেবে ববহার করে অসহায় আব্দুর রশিদের সহায় সম্পদ দখল করার পায়তারা শুরু করছে।
হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলমের কাছ থেকে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন যে, এ রকম একটি অভিযোগ আমি শুনেছি, কোন অবস্থাতেই আমার ইউনিয়নে অপ্রাপ্ত বয়স্ক কোন ছেলেমেয়ের বিয়ে হতে দেবনা।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: কায় কিসলু জানান, এ বিষয়ে থানায় ছেলের পিতা আব্দুর রশিদ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী দায়ের করেন। তদন্ত পুর্বক অবশ্যই যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।