২৫ আগস্ট, ২০২৫ | ১০ ভাদ্র, ১৪৩২ | ১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনুপযুক্ত প্রার্থীকে নৌকা প্রতীক নয়, চাকমারকুলে এমপি কমল


নিজস্ব প্রতিবেদক, রামু

কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেছেন, অনুপযুক্ত প্রার্থীকে নৌকা প্রতীক নয়, যোগ্য প্রাথীকেই নৌকা প্রতীক দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুপযুক্ত মানুষ প্রার্থী হলে, সে কোন সময়ে নির্বাচনে জিতবে না। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে রামুর চাকমারকুল ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উদযাপন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, চাকমারকুল ইউপি নির্বাচনের জন্য উপযুক্ত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার। তিনি চাকমারকুল ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার আমুল পরিবর্তন ঘটিয়েছেন। তাঁর কর্মশক্তি রয়েছে। চাকমারকুলের উন্নয়নের গতি দেখে, শেখ হাসিনা আবারও নুরুল ইসলাম সিকদারকে নৌকা প্রতীক দেবেন।

চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য নুরুল হক, রামু উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, ব্যবসায়ী গিয়াস উদ্দিন কোম্পানী, চাকমারকুল ইউপি সদস্য রোজিনা আকতার রোজি, হাসিনা আকতার, সাহিদা বেগম, বেলাল উদ্দিন শাহীন, সাহাব উদ্দিন, মোহাম্মদ তাহের, মোস্তাক আহমদ, রহিম উল্লাহ, মঈনুল আলম, আবু বক্কর ছিদ্দিক, মৌ. মোহাম্মদ আলী, ছৈয়দ নূর, সমাজ সেবক মাষ্টার হাফেজ আহমদ, ইয়ুথ ফ্রেন্ডস সোসাইটির আহমদ কামাল, সমাজনেতা নুরুল আজিম, মৌ. আবদুল মালেক, যুবনেতা সালাহ উদ্দিন, স্বেচ্ছা সেবকলীগ নেতা আজিজুল হক আজিজ, আরিফ খান জয়, ছাত্রলীগ নেতা এনামুল হাসান রিয়াদ প্রমুখ।
সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, রামুতে রেললাইন বসানো হচ্ছে। আগামী বছরেই চালু হয়ে যাবে রেল যোগাযোগ। এটি শেখ হাসিনার অবদান। শেখ হাসিনার সফলতা আজ আন্তর্জাতিকভাবে সমাদৃত। শেখ হাসিনার সফলতা ঘরে ঘরে বিদ্যুৎ। এ বছরেই রামুর প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ যাবে।  ২০৩০ সালের মধ্যে আমরা উন্নত দেশের মধ্যে চলে যাবো। এখন মানুষের উন্নয়ন হয়েছে। গরিব মানুষের ঘরে, এখন আগের মতো অভাব নেই। এ উন্নয়ন ধরে রাখতে আগামীতেও শেখ হাসিনার সরকার দরকার।

চাকমারকুল ইউনিয়নবাসীকে সততার পক্ষে থাকার আহ্বান জানিয়ে এমপি কমল বলেন, আগামী ইউপি নির্বাচনে বেশীরভাগ জনগণ যার পক্ষে থাকবে, আমিও থাকবো সেই প্রার্থির পক্ষে। টাকা চেয়ে কাউকে ভোট দিবেন না। ভোট দিবেন এলাকার উন্নয়ন দেখে। টাকার কাছে আপনার সন্তান, আজকের প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করবেন না। আপনারা যদি চাকমারকুলের প্রার্থী হিসেবে চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদারকে দেখতে চান, তাহলে আমিও তাঁর পক্ষে থাকবো।

চাকমারকুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উদযাপন করেন প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল এমপি সহ চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।