২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

বার্মিংহামে বৃষ্টির শঙ্কা, ম্যাচ পরিত্যক্ত হলে সেমিতে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই প্রায় প্রতি ম্যাচেই হানা দিচ্ছে বৃষ্টি। বৃষ্টির কারণে এরই মধ্যে নিজেদের প্রথম দুটি ম্যাচই পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়ার। নিজেদের শেষ ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে অসিরা। আর এ ম্যাচে হারলেই বিদায় নিতে হবে দুইবারের চ্যাম্পিয়নদের। আর জিতলে চলে যাবে শেষ চারে। তবে আজকের ম্যাচেও রয়েছে বৃষ্টির শঙ্কা।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় সকালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বিকেলেও হালকা বৃষ্টি থাকতে পারে।

ইংল্যান্ডের বিপক্ষে হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে অপ্রত্যাশিত এক পয়েন্ট পেয়ে শেষ চারের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। তবে এর মধ্যে থাকে নানা হিসাব-নিকাশ। সেই হিসাব-নিকাশের প্রথমটি ছিল, ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ডের হার। সেটি ঠিকই রচিত হয়েছে। ইংল্যান্ড বড় ব্যবধানেই হারিয়েছে কিউইদের।

পরের শর্ত ছিল, কার্ডিফে নিউজিল্যান্ডকে হারাতে মাশরাফিদের। সেই অবিশ্বাস্য কাজটিও করে ফেলেছে টাইগাররা। সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত ব্যাটিংয়ে উপর ভর করে ৫ উইকেটের অবিস্মরণীয় জয়টি পেয়ে গেল বাংলাদেশ। তবে এরপরও শেষ চারে যেতে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফলের দিকে। অস্ট্রেলিয়া হারলেই বাংলাদেশ চলে যাবে সেমিতে।

এদিকে অস্ট্রেলিয়া শুধু হারলেই নয়, বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে কপাল খুলে যাবে বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর জায়গা করে নিবে শেষ চারে। বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।