সংবাদ বিজ্ঞপ্তিঃ সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে সরকার নবম সংবাদপত্র ওয়েজ বোর্ড গঠন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে)।
অভিনন্দন বার্তায় স্বাক্ষর করেছেন সিবিইউজে’র (কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন) সভাপতি মুহাম্মদ আলী জিন্নাত (দ্য ডেইলি স্টার) সাধারণ সম্পাদক মইনুল হাসান চৌধুরী পলাশ (দৈনিক ডেসটিনি/সমুদ্রকণ্ঠ) সহ সভাপতি-ফরিদুল আলম শাহীন (দৈনিক কক্সবাজার বাণী) ও মোর্শেদুর রহমান খোকন (বাংলাভিশন টিভি) যুগ্ম সাধারণ সম্পাদক-জাবেদ ইকবাল (চ্যানেল নাইন) সাংগঠনিক সম্পাদক-ওয়াহিদুর রহমান রুবেল (দৈনিক সান) কোষাধ্যক্ষ-মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার (দৈনিক বাঁকখালী) প্রচার সম্পাদক-ইমাম হোসেন শরীফ (এশিয়ান টিভি) দপ্তর সম্পাদক-আমিরুল ইসলাম রাশেদ (কক্সবাজার মেইল ডটকম) কার্যকরী সদস্য ফরিদুল আলম (সাগরকণ্ঠ) জাবেদ আবেদীন শাহীন (যায়যায়দিন) মির্জা ওবায়েদ রোমেল (কক্সমিরর ডটকম) রাসেল চৌধুরী (মানবজমিন) সায়ীদ আলমগীর (দৈনিক দৈনন্দিন/জাগোনিউজ) ও মোহাম্মদ শাহনিয়াজ (দৈনিক রূপসীগ্রাম)।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।