৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২ | ১০ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

৭ নভেম্বর জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন : সরওয়ার জাহান চৌধুরী

bnp-ukhia-7-nov
৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে সৈনিক – জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে। শহীদ জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। জনগনের মতামত কে প্রধান্য দিতেন। এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে শহীদ জিয়াউর রহমানের আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করা এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা কারার দায়িত্ব আমাদের সকলের। ৭ নভেম্বর সোমবার বিকাল ৩টায় উখিয়া উপজেলা বিএনপির সহ – সভাপতি অধ্যাপক তহিদুল আলম তহিদের সভাপতিত্বে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা সরওয়ার জাহান চৌধুরী উপরোক্ত কথা গুলো বলেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সিকদার, রাজাপালং দক্ষিণ বিএনপির সভাপতি সিরাজুল হক ডালিম, রাজাপালং উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক এম, গফুর উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি শফি সওদাগর, কক্সবাজার জেলা ছাত্রদলের সহ সভাপতি এম, ফয়সাল সিকদার টিটু, উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ান সিদ্দিক, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পদক সেলিম উদ্দিন সিরাজী।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা খাইরুল আলম, রমজান আলী, তাহের সিকদার, মুন্সী আলম মেম্বার, জয়নাল মেম্বার, খোকন, নুরুল আমিন, ফফিকুল ইসলাম রাসেল। যুবদল নেতা শাহজাহান খলিফা, রিদুয়ানুর রহমান বাপ্পী, জয়নাল মেম্বার, ছৈয়দ হামজা, শাহ জাহান, নুর আহমদ সওদাগর, সালামত উল্লাহ, আজফার সাবিত চৌধুরী, হেলাল খান, শামসু, শাসসুল আলম মেম্বার, হাশেম, আ,জ,ম শাহআলম, আব্দু সালাম, আব্দু রহিম, আলমগীর। ছাত্রদল নেতা ইমরান খান, কামরুল ইসলাম সিকদার, জুবাইর হোসেন সবুজ, রিদুয়ানুর রহমান, ইমরান, ইকবাল মাহমুদ, বাবুল আহমদ। শ্রমিক দল নেতা নুর মোহাম্মদ সওদাগর, ছাবের আহমদ, মোঃ আলম, আলম খান, রাসেল, স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম হিরু, তমিজ হাসান, শাহাব উদ্দিন, মিজান, শাহজাহান, রায়হান, মাঈম প্রমূখ।
উপজেলা যুবদলের সদস্য সচিব এম, সাইফুর রহমান সিকদারের সঞ্চালনায় মৌলবী শাহ আলমের কুরাআন তেলোয়াতে অনুষ্ঠিত সভায় মোনাজাত করেন মৌলানা নুরুল হাসান আজাদ যুক্তিবাদী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।