১ মে, ২০২৫ | ১৮ বৈশাখ, ১৪৩২ | ২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

৫০০ কোটি টাকায় মেয়ের বিয়ে, অতঃপর!

1479742470
৫০০ কোটি টাকায় মেয়ের বিয়ে, অতঃপর! এমনিতেই ভারতে চলছে নোট বিপর্যয়। তার ওপর এই সময়ে ৫০০ কোটি টাকায় মেয়ের বিয়ে দিয়েই তিনি চলে এসেছেন আয়কর দফতরের লেন্সের তলায়। সেই বিশাল খরচের উৎসের সন্ধানে এবার দেশটির প্রাক্তন মন্ত্রী তথা খনি মাফিয়া জনার্দন রেড্ডির অফিসেই হানা দিলেন আয়কর দফতরের কর্তারা। সোমবার সকালে রেড্ডির ওবুলাপুরাম খনিসহ বেশ কিছু অফিসে তল্লাশি অভিযান চালান তারা। তবে তার অফিস থেকে তদন্তে সহায়ক প্রয়োজনীয় কোনো নথি উদ্ধার করা গেছে কি না তা এখনো স্পষ্ট নয়। খবর এনডিটিভির।
এক আয়কর কর্তা বলেন, ‘আমরা তদন্ত চালাচ্ছি। এখনই কিছু বলা যাবে না।’
কালো টাকা নির্মূলে ভারতীয় প্রধানমন্ত্রীর ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, সেই সময়েই নিজের মেয়ের বিয়েতে ৫০০ কোটি টাকা খরচের অভিযোগে শিরোনামে আসেন এই বিজেপি নেতা। তাঁর মেয়ের বিয়ে যেখানে হচ্ছে, সেই প্যালেস গ্রাউন্ড-এ রাতারাতি গোটা একটা নকল গ্রাম বানিয়ে ফেলা হয়। বল্লারিতে রেড্ডির বাড়ি এবং স্কুলের আদলে তৈরি করা হয় সব কিছু। কর্নাটকের হাম্পির মন্দিরের আদলে একটি মন্দিরও ছিল। ৫ দিনের বিয়ের অনুষ্ঠানে মোট খরচের হিসাব ৫০০ কোটি টাকা। কিভাবে আয়কর দফতরের নজর এড়িয়ে এত কিছু করলেন রেড্ডি? সেই প্রশ্নটা তুলেছিলেন আরটিআই কর্মী এবং আইনজীবী টি নরসিংহ মূর্তি। এরপর থেকেই সাংবাদিকদের যতটা সম্ভব এড়িয়ে চলেছেন রেড্ডি। এমনকী, সংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরক্ত হয়ে তিনি বলেন, ‘আরটিআই করে আপনি (সাংবাদিক) নিজে সেই তথ্য বের করে মজাদার রিপোর্ট লিখে ফেলুন।’
মেয়ের বিয়ের এই পাঁচ দিনে ৫০ হাজার লোক আমন্ত্রণ পেলেও কোনভাবেই সাংবাদিককের ভিতরে ঢুকতে দেয়া হয়নি। সাংবাদিকদের প্রবেশ আটকাতে বল্লারির ওই প্যালেসের চারপাশে মোট তিন হাজার বাউন্সার এবং নিরাপত্তারক্ষী নিয়োগ করেছিলেন বিজেপি নেতা রেড্ডি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।