
বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিক্সা ও ছিনতাইকৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের রামু থানাধীন রাবেতা জামতল নামক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলেন জালিয়াপাড়া ১নং ওয়ার্ডের পশ্চিম পাইন্নাদিয়া এলাকার কবির আহমদের ছেলে দিদারুল আলম (২৭), একই এলাকার মঞ্জুর আলমের ছেলে মোজাম্মেল হক (২৫) ও উখিয়ার নতুন পাড়া রুমখা এলাকার মোহাম্মদ সফিকুর রহমানের ছেলে রফিক উদ্দিন (২৫)।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের টহল ডিউটিতে নিয়োজিত এএসআই মোঃ ফয়েজ আহমদ ও তাহার সঙ্গীয় ফোর্স রামু থানাধীন রাবেতা জামতল নামক স্থানে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
রামু ক্রসিং হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সদস্য বলে জানা যায়। উক্ত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানার নিকট হস্তান্তর করা হয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।