২৮ ফেব্রুয়ারী থেকে কক্সবাজার পাবলিক লাইব্রেরী শহীদ দৌলত ময়দানে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী বই মেলা। কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতি এবং জ্ঞান ও সৃজনশীল কেন্দ্রের সহযোগিতায় এবারের বই মেলায় দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থা অংশ নেবে বলে জানিয়েছেন কক্সবাজার বই মেলা আয়োজক কমিটির সদস্য সচিব এড. তাপস রক্ষিত।
তিনি জানান বই মেলায় ৫০ টি স্টল হবে। ইতি মধ্যে বই মেলা আয়োজনের সব প্রকৃয়া সম্পন্ন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারী বই মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আবুল কালাম এনডিসি। তিনি সবাইকে বই মেলায় আসার জন্য আহবান জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।