
দীর্ঘ দিন লাপাত্তা থাকার পর অবশেষে পুলিশে জালে ধরা পড়েছে ২০ মামলার পলাতক আসামী দিদারুল ইসলাম ( ৪২)। মঙ্গলবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করে কক্সবাজার থানার একদল পুলিশ। প্রতারক দিদার ঈদগাঁও’র মোজাফ্ফর কোম্পানির পুত্র ।
কক্সবাজার সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেলাল উদ্দীনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের সার্কিট হাউজ রোড়ের হাজী আমির আলী ম্যানসনের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারে দীর্ঘ আড়াই ঘন্টা শ্বাসরূদ্ধকর অভিযান চালাতে হয়েছে পুলিশকে। এই সময় সহযোগিতা করেন উপ-পরিদর্শক ফওজুল আজিম ও কামাল।
সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার অপারেশন কাইয়ুম উদ্দীন জানান, দিদারুল ইসলাম একজন বড় ধরণের প্রতারক। কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল টাকা আত্মসাৎ করেছে। এ সব ঘটনায় পাওনাদাররা বাদি দেশের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে চেক প্রতারণাসহ ২০ টি প্রতারণা মামলা রয়েছে। এর মধ্যে দু’টিতে বিভিন্ন মেয়াদের কারাদ- হয়েছে তার।
কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, প্রতারক দিদার পুলিশের চোখে ধুলো দিয়ে দীর্ঘ দিন পলাতক ছিল। তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১২টি, ময়মনসিংহ ম্যাজিষ্ট্রেট আদালতে ৪টি ও কক্সবাজার সদর কোর্টে ২টি মামলা রয়েছে। এছাড়া চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সি.আর ৯৯৬/১৩ ও সি.আর ১৭৯৪/১৪ এ দুটি মামলায় তার ১ বছর করে সাজা হয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।