১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২ | ২০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”

হ্নীলা মৌলভীবাজার আইডিয়াল একাডেমীর পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

হুমায়ূন রশিদ,(টেকনাফ): হ্নীলা মৌলভী বাজার আইডিয়াল একাডেমীর পিএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় অনুষ্ঠান ব্যাপক কর্মসুচীর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

১৩ নভেম্বর সকাল ১০টায় উপজেলার হ্নীলা মৌলভী বাজার আইডিয়াল একাডেমী প্রাঙ্গনে ২০১৭সালের পিএসসি পরীক্ষার্থীদের জন্য খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর এক আলোচনা সভা একাডেমিক দাতা সদস্য জমিরিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুফতি ফেরদৌস আহমদ জমিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ জামাল হোছাইনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হ্নীলা ইউনিয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ হানিফ। প্রধান বক্তা ছিলেন হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল মন্নান।

 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হ্নীলা ১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ, সংরক্ষিত মহিলা মেম্বার ফরিদা বেগম, জমিরিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মৌঃ শামসুল হক, ইউনিয়ন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপল অফিসার হারুন অর রশিদ, হ্নীলা সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার বাবু অজয় কুমার চৌধুরী, আলী আকবর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌঃ মোহাম্মদ আলী, আলহাজ্ব বাদশা মিয়া, ছৈয়দ আহমদ, একাডেমি পরিচালনা কমিটির সহসভাপতি মোঃ হোছাইন চৌধুরী, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম প্রমুখ। এতে বক্তারা বলেন, গতবারের এই প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ এপ্লাস সাফল্য বয়ে এনে প্রতিষ্ঠানকে মর্যাদার আসনে বসিয়েছে। আসন্ন পরীক্ষায়ও এই প্রতিষ্ঠানের পরীক্ষায় ধারাবাহিক সাফল্য ধরে রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সভাশেষে এই প্রতিষ্ঠানের পিএসসি পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত সকলে এক প্রীতিভোজে মিলিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।