১ মে, ২০২৫ | ১৮ বৈশাখ, ১৪৩২ | ২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট টেকনাফ তরুন প্রবাহ ফুটবল একাদশ সেমিতে


হ্নীলা ওয়াব্রাং গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালের ৩য় খেলায় টেকনাফ তরুণ প্রবাহ বড় হাবিবপাড়া ফুটবল একাদশ প্রতিপক্ষ টেকনাফ জালিয়াপাড়া ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।
জানা যায়-১৬ফেব্রুয়ারী বিকাল ৪টায় হ্নীলা ওয়াব্রাং ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালের ৩য় খেলা টেকনাফ তরুণ প্রবাহ বড় হাবিবপাড়া ফুটবল একাদশ ও টেকনাফ জালিয়াপাড়া ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধ্বে কোন দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গোলের দেখা না পেয়ে মধ্যবিরতি গড়ায়। মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরুর হলে ১৫মিনিটের মাথায় টেকনাফ তরুণ প্রবাহ বড় হাবিবপাড়া ফুটবল একাদশের ডিফেন্ডার মোঃ তাহের একটি কর্ণার কিক থেকে হেড করে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে আনন্দে ফেটে পড়ে। তখন দলকে ১-০গোলে এগিয়ে নেয়। ২৩ মিনিটের মাথায় একই দলের স্ট্রাইকার ছোটন রাখাইন মধ্য মাঠ থেকে কয়েক জন খেলোয়াড়কে কাটিয়ে প্রতিপক্ষের গোল রক্ষককে পরা¯’ করে দলকে ২-০ব্যবধানে এগিয়ে রাখে। এরপর প্রতিপক্ষের খেলোয়াড়েরা আপ্রাণ চেষ্টা চালিয়ে গোল পরিশোধে ব্যর্থ হয়। ফলে টেকনাফ তরুণ প্রবাহ বড় হাবিবপাড়া ফুটবল একাদশ ২-০গোলে জয়ী হয়ে এই টূর্ণামেন্টের সেমিফাইনাল খেলা নিশ্চিত করেন। খেলায় প্রধান রেফারী ছিলেন আবুল কাশেম,সহকারী রেফারী ছিলেন মাসুম ও রুস্তম আলী সৈকত এবং ৪র্থ রেফারী ছিলেন ইসমাঈল। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের স্ট্রাইকার ছোটন রাখাইন। ১৭ ফেব্রুয়ারী বিকাল ৪টায় হ্নীলা টুব্রাদার্স ফুটবল একাদশ ফুলের ডেইল বনাম নাফ সিটি ফুটবল একাদশ নাজিরপাড়ার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।