২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

হ্নীলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন


টেকনাফের হ্নীলা আর্ন্তঃ উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ৩য় আসরের খেলা শুভ উদ্বোধন করা হয়েছে। টূর্ণামেন্টের প্রথম খেলায় রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশ ৫-০ গোলে জয় লাখ করেছে।
১২মার্চ বিকাল সাড়ে ৪টায় টেকনাফের হ্নীলা হাইস্কুল মিনি স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক কায়সার উদ্দিন আহমদ,যুগ্ন আহবায়ক মাহবুব মোরশেদ,শামসুল আলম বাবুল মেম্বার,প্রবীণ শিক্ষক মোফাজ্জল হক,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান,প্রবীণ ক্রীড়াবিদ রহমত আলী,আব্দুস সালাম, আবুল শামা,আব্দু শুক্কুর মেম্বার,সদস্য সচিব মোস্তাক আহমদ সাকি,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার,প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম,সদস্য শফিকুর রহমান,আব্দুল করিম হরু,আবুল কালাম আলম প্রমুখ। উদ্বোধন শেষে হ্নীলা রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশ ও ব্রাদার্স অফ নাইট্যংপাড়া একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

খেলার প্রথমার্ধ্বের ৯মিনিটের মাথায় জামাল মেম্বার একাদশের মতির দেওয়া পাসে ১২নং জার্সিধারী খেলোয়াড় ছোটন বড়–য়া হেড করে দলকে ১-০তে এগিয়ে নেয়। ১২মিনিটের মাথায় এগিয়ে থাকা দলের ডিফেন্ডার মোঃ রফিক মধ্যমাঠ থেকে লংকিকের মাধ্যমে গোল করে দলকে ২-০তে এগিয়ে নেয়। প্রথমার্ধ্বের ৩১মিনিটের মাথায় ডিফেন্ডার রফিক হেডের মাধ্যমে আরো একটি গোল করে দলকে ৩-০গোলে এগিয়ে নেওয়ার পর পরই খেলা মধ্য বিরতিতে গড়ায়। দ্বিতীয়ার্ধ্বের খেলা শুরুর পর ৫২মিনিটের মাথায় ৯নং জার্সিধারী স্ট্রাইকার জাহাঙ্গীর ৪র্থগোল করে দলকে ৪-০গোলে এগিয়ে নেয়। খেলার ৬৫মিনিটের মাথায় জাহাঙ্গীর আরো একটি গোল করে দলকে ৫-০গোলে এগিয়ে নেয়। এদিকে প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা পাল্টা আক্রমণ চালিয়ে গোল করতে ব্যর্থ হওয়ায় খেলার শেষ বাঁশি বাজলে হ্নীলা রংগে ইলাহী জামাল মেম্বার ফুটবল একাদশ ৫-০গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। খেলায় ম্যান অব দ্যা নির্বাচিত হন বিজয়ী দলের ডিফেন্ডার মোঃ রফিক। খেলায় প্রধান রেফারী ছিলেন জেলা রেফারী বোর্ডের সদস্য সিরাজ,সহকারী রেফারী ছিলেন মোঃ আলমগীর,মঞ্জুর আলম ও ৪র্থ রেফারী ছিলেন জয়নাল আবেদীন। ১৩মার্চ হোয়াইক্যং খারাংখালী ক্রীড়া পরিষদ বনাম জেএফসি ফুটবল একাদশ টেকনাফের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।