১৪ ডিসেম্বর, ২০২৫ | ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ২২ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

হলদিয়া-পাতাবাড়ি সড়কের বেহাল অবস্থা : সংস্কার জরুরী

 


উখিয়ার হলদিয়া-পাতাবাড়ি সড়কটির বর্তমানে বেহাল অবস্থা সৃষ্টি হওয়ায় সংস্কার করা খুবই জরুরী হয়ে পড়েছে। হলদিয়া-পাতাবাড়ি সড়ক দিয়ে মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের প্রায় হাজারো ছাত্র-ছাত্রী সহ প্রায় দুহাজারের কাছাকাছি জনসাধারন যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়, রাস্তার দুপাশে বেশিরভাগ ক্লথ স্টোর এবং দর্জির দোকানের ময়লা-অাবর্জনা রাস্তার পাশে যেখানে সেখানে জমিয়ে রাখা হয়েছে। যার ফলে যাতায়াত ব্যবস্থা দুরুহ হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, উক্ত রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। উক্ত গর্ত গুলো দিয়ে দৈনিক শত শত যানবাহন চলাচল করছে। পথে বিকল হচ্ছে অনেক যানবাহন। অন্যদিকে সড়কে চলাচলকৃত যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে একের পর এক। হলদিয়া-পাতাবাড়ি সড়কে যেখানে চলাচলের জন্য সময় দরকার মাত্র ১৫ মিনিট সেখানে সময় ব্যয় হচ্ছে প্রায় ঘন্টার কাছাকাছি। অন্যদিকে ভাঙ্গা রাস্তাদিয়ে চলাচল করতে গিয়ে সাধারণ যাত্রীদের শরীরের বিভিন্ন জায়গায় জখমও হচ্ছে প্রায় সময়। এছাড়া যানবাহন গুলো অনেক সময় রাস্তার মধ্যে খানে বিকল হয়ে পড়লে দু’পাশে দাড়িয়ে থাকা ছাড়া বিকল্প সড়ক দিয়ে যাওয়ার কোন ব্যবস্থা নেই। সড়কের কিছু কিছু জায়গায় গাড়ি গুলো চলতে গিয়ে অনেক যে কোন সময় খাদে পড়ে যেতে পারে এমন আশংকা দেখা দিয়েছে। তাই অতিসত্ত্বর উল্লেখিত স্থানের ভাঙ্গা রাস্তাটি মেরামত খুবই জরুরী হয়ে পড়েছে। একাধিক টমটম চালকের মতে, জরুরী ভিত্তিতে রাস্তাটি মেরামত করা না হলে সড়কে আর কয়েকদিন পর যান চলাচল কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। বিগত প্রায় ১বছর ধরে গর্ত গুলো সংস্কার না হওয়ায় জনমনেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সড়ক দিয়ে চলাচলরত পথচারী, চালকরা অবিলম্বে সড়কটি সংস্কার করার লক্ষে নির্বাচিত জনপ্রতিনিধিসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

ইউপি সদস্য এম মনজুর আলম জানান, হলদিয়া রাস্তার সংস্কার অতীব জরুরী। স্কুলের ছাত্রছাত্রী এবং হলদিয়া, পাতাবাড়ি সহ পার্শবর্তী ইউনিয়নের জনসাধারনের যাতায়াতে সুবিধার জন্য ডেইন নির্মাণ জরুরী। ডেইন নির্মানে এমপি, জেলা-উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।