২২ অক্টোবর, ২০২৫ | ৬ কার্তিক, ১৪৩২ | ২৯ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

হলদিয়া-পাতাবাড়ি সড়কের বেহাল অবস্থা : সংস্কার জরুরী

 


উখিয়ার হলদিয়া-পাতাবাড়ি সড়কটির বর্তমানে বেহাল অবস্থা সৃষ্টি হওয়ায় সংস্কার করা খুবই জরুরী হয়ে পড়েছে। হলদিয়া-পাতাবাড়ি সড়ক দিয়ে মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের প্রায় হাজারো ছাত্র-ছাত্রী সহ প্রায় দুহাজারের কাছাকাছি জনসাধারন যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়, রাস্তার দুপাশে বেশিরভাগ ক্লথ স্টোর এবং দর্জির দোকানের ময়লা-অাবর্জনা রাস্তার পাশে যেখানে সেখানে জমিয়ে রাখা হয়েছে। যার ফলে যাতায়াত ব্যবস্থা দুরুহ হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, উক্ত রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। উক্ত গর্ত গুলো দিয়ে দৈনিক শত শত যানবাহন চলাচল করছে। পথে বিকল হচ্ছে অনেক যানবাহন। অন্যদিকে সড়কে চলাচলকৃত যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে একের পর এক। হলদিয়া-পাতাবাড়ি সড়কে যেখানে চলাচলের জন্য সময় দরকার মাত্র ১৫ মিনিট সেখানে সময় ব্যয় হচ্ছে প্রায় ঘন্টার কাছাকাছি। অন্যদিকে ভাঙ্গা রাস্তাদিয়ে চলাচল করতে গিয়ে সাধারণ যাত্রীদের শরীরের বিভিন্ন জায়গায় জখমও হচ্ছে প্রায় সময়। এছাড়া যানবাহন গুলো অনেক সময় রাস্তার মধ্যে খানে বিকল হয়ে পড়লে দু’পাশে দাড়িয়ে থাকা ছাড়া বিকল্প সড়ক দিয়ে যাওয়ার কোন ব্যবস্থা নেই। সড়কের কিছু কিছু জায়গায় গাড়ি গুলো চলতে গিয়ে অনেক যে কোন সময় খাদে পড়ে যেতে পারে এমন আশংকা দেখা দিয়েছে। তাই অতিসত্ত্বর উল্লেখিত স্থানের ভাঙ্গা রাস্তাটি মেরামত খুবই জরুরী হয়ে পড়েছে। একাধিক টমটম চালকের মতে, জরুরী ভিত্তিতে রাস্তাটি মেরামত করা না হলে সড়কে আর কয়েকদিন পর যান চলাচল কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। বিগত প্রায় ১বছর ধরে গর্ত গুলো সংস্কার না হওয়ায় জনমনেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সড়ক দিয়ে চলাচলরত পথচারী, চালকরা অবিলম্বে সড়কটি সংস্কার করার লক্ষে নির্বাচিত জনপ্রতিনিধিসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

ইউপি সদস্য এম মনজুর আলম জানান, হলদিয়া রাস্তার সংস্কার অতীব জরুরী। স্কুলের ছাত্রছাত্রী এবং হলদিয়া, পাতাবাড়ি সহ পার্শবর্তী ইউনিয়নের জনসাধারনের যাতায়াতে সুবিধার জন্য ডেইন নির্মাণ জরুরী। ডেইন নির্মানে এমপি, জেলা-উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।