৫ নভেম্বর, ২০২৫ | ২০ কার্তিক, ১৪৩২ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

স্মৃতিসৌধে ফুল দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৫

মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে ফুল দেয়াকে কেন্দ্র করে দুবৃর্ত্তদের হামলায় নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটানয় গুরুতর আহত আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও ছাত্রদল নেতা নূর মোহাম্মদ ফরিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে আটপাড়া শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের পর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের সময় ছাত্রলীগের কয়েকজন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় হামলাকারীরা অফিসের সামনে রাখা ৫-৭টি মোটর সাইকেল ভাঙচুর করে। সশস্ত্র হামলায় আমিসহ কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হই।

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক ড্যাব নেতা ডা. আনোয়ারুল হক এ ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মাদ আবু নাসের ঘটনার সত্যতা স্বীকার করে  জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।