২১ অক্টোবর, ২০২৫ | ৫ কার্তিক, ১৪৩২ | ২৮ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার পিতা শিক্ষক বিমল চন্দ্র বড়ুয়ার শ্মশানে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার পিতা অবসরপ্রাপ্ত প্রবীণ প্রধান শিক্ষক বিমল চন্দ্র বড়ুয়ার শ্মশানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল ৬ ডিসেম্বর সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য সাংবাদিক রনজিত কুমার শীলের নেতৃতে স্বাস্থ্য বিভাগে বিভিন্নস্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মরিচ্যা বাজারস্থ প্রয়াত শিক্ষকের শ্মশানে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।


উল্লেখ্য যে, গত ৩০ নভেম্বর মঙ্গলবার ভোর ৫টা ৩৯ মিনিটে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। প্রয়াত প্রবীন শিক্ষক একজন স্বনামধন্য পল্লী চিকিৎসক মরিচ্যা বাজারের ‘নয়ন’ ফার্মেসীর স্বত্বাধিকারী ছিলেন। ১৯৫২ সালের ১ ফেব্রুয়ারি তারিখে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন প্রয়াত শিক্ষক বিমল চন্দ্র বড়ুয়া। ১৯৮২ সালে উখিয়ার মরিচ্যা পালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবৈতনিক শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। পরে উত্তর বড়বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ১৯৮৭ সালে গোরাইয়ারদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৭ বছর ঐ স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।