১৬ আগস্ট, ২০২৫ | ১ ভাদ্র, ১৪৩২ | ২১ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা

স্বাধীনতা বিরোধীদের ৪৯ বছরের কলঙ্কিত ইতিহাস মুছে দিয়ে নিজেই ইতিহাস হলেন মেয়র মুজিব

আহসান সুমনঃ দীর্ঘ ৪৯ বছর পর স্বাধীনতা বিরোধী রাজাকারের নামে থাকা গুরুত্বপূর্ণ ৫টি সড়কের নাম পাল্টিয়ে শহীদ মুক্তিযোদ্ধা ও দেশ প্রেমিক সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নামে নতুনভাবে নামকরন ফলক উদ্বোধন করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। মঙ্গলবার বিকেলে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে সড়কগুলোর নামকরণ করেন সাহসী এই জনপ্রতিনিধি। মুক্তিযোদ্ধারা বলছেন-এর মধ্যদিয়ে কক্সবাজারবাসীকে কলঙ্কমুক্ত করলেন মেয়র মুজিব। তাঁর এই সাহসীকতাকে বিরল দৃষ্টান্ত আখ্যা দিয়ে কক্সবাজারের মানুষ মেয়র মুজিবুর রহমানকে আজীবন স্মরণ রাখবেন বলে ঘোষনা দেন বাংলার দামাল ছেলেরা।
নতুনভাবে নামকরন করা সড়কগুলো হলো-পিটি স্কুল দক্ষিণ রুমালিয়ারছড়াস্থ এবিসি ঘোনা সড়কের স্থলে ‘বীর প্রতীক নুরুল হুদা সড়ক’, বাজারঘাটা রয়েল বোডিং সংলগ্ন ছালামত উল্লাহ সড়কের স্থলে ‘মাষ্টার আবদুল কাদের সড়ক’, বাজারঘাটাস্থ এবিসি সড়কের স্থলে ‘শহীদ সুভাষ সড়ক’, সদর মডেল থানার পেছনের রোডকে ‘শহীদ ফরহাদ সড়ক’ ও বাহারছড়াস্থ পুলিশ সুপারের বাস ভবন লাগোয়া রোডকে ‘মৌলভী সোলতান আহমদ সড়ক’ নামে নামকরণ করা হয়। এছাড়া আরো কয়েকটি বিতর্কিত সড়কের নতুন নামকরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে পৌরসভা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এদিকে নতুন নাম ফলক উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে মেয়র মুজিবুর রহমানের সাথে উপস্থিত ছিলেন জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈমুল হক চৌধুরী টুটুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার মুহাম্মদ শাহজাহান, মুক্তিযোদ্ধা রূপনাথ চৌধুরী ও পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম।
এর আগে উচ্চ আদালতের নির্দেশনার আলোকে চলতি মাসের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃংখলা কমিটির সভায় মেয়র মুজিবুর রহমানকে প্রদান করে এ সংক্রান্ত একটি কমিটি করে দেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা আবু তাহের, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা নঈমুল হক চৌধুরী টুটুল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার মুহাম্মদ শাহজাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মুজিবুর রহমান বলেন, স্বাধীনতা দিবসে পৌরবাসী তথা কক্সবাজার জেলাবাসীর জন্য এটি আমার উপহার। আগামীতে বিতর্কিত সব সড়কসহ নামহীন সড়কগুলোও মুক্তিযোদ্ধা, শিক্ষাবীদ, জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী এবং সমাজের বিভিন্ন স্থরে অবদান রাখা গণ্যমান্য ব্যক্তিদের নামে নামকরণ করার প্রক্রিয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
এসময় এমন সুন্দর সাহসীকতার জন্য এলাকার লোকজন খুশি হয়ে মেয়র মুজিব ও উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা-ভালবাসা এবং মিষ্টি মুখ করান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।