১০ ডিসেম্বর, ২০২৫ | ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৮ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

স্থানীয় জনগোষ্ঠীর মাঝে ত্রাণ দিলেন আরব আমিরাতের রাষ্ট্রদূত

কক্সবাজার প্রতিনিধি:

উখিয়ার কুতুপালংয়ে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে আমিরাত রেড ক্রিসেন্ট সংস্থা। নিজ হাতে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদী।

গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে আমিরাত রেড ক্রিসেন্ট সংস্থার উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত সরকার এবং বাংলাদেশ সরকারের সমন্বয়ে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ৩০০ থ্রি পিস, ২০০ পাঞ্জাবি এবং ৫০০ জন উপকারভোগীকে চাল, তেল ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।সহায়তা পেয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, পর্যায়ক্রমে স্থানীয় ২৪ শ জনগোষ্ঠীকে এ ত্রাণ সহায়তা দেওয়া হবে। এ সময় তিনি বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে আরব আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় জনগোষ্ঠীর পক্ষ থেকে ধন্যবাদ দেন।

ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তাজ উদ্দিন। এ সময় স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।