২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

সোনার পাড়ায় বিএনপির বহিষ্কৃত কোষাধ্যক্ষ শাহ আলম লাঞ্চিতঃ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল


উখিয়া সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি কর্তৃক সহকারী শিক্ষককে লাঞ্চিত করার ঘটনার জের ধরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল ২৮ জানুয়ারী শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৭ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির বহিষ্কৃত কোষাধ্যক্ষ ও উখিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শাহ আলম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল আহম্মদ অনুষ্ঠান পরিচালনা করেন। ওই সময় উপস্থিত স্থানীয় মেম্বার নাজিম উদ্দিনের নাম সম্বোধন না করায় ক্ষুব্ধ হয়ে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও ছাত্রছাত্রীদের সামনে সহকারী শিক্ষক মকবুল আহম্মদকে লাঞ্চিত করেন সভার প্রধান অতিথি এস এম শাহ আলম। তৎক্ষানিক কয়েকজন ক্ষুব্ধ শিক্ষার্থী প্রধান অতিথির সাথে বাকবিতন্ডে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা জুতা হাতে নিয়ে প্রধান অতিথির শাস্তির দাবীতে ঘটনাস্থলে বিক্ষোভ করেন। পরে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা পুনরায় সোনার পাড়া বাজারে গিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এব্যাপারে সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিক্ষোব্ধ শিক্ষার্থীদের কবল থেকে প্রধান অতিথিকে রক্ষা করে নিরাপদে তাকে গাড়িতে তুলে দিয়। যথাসময়ে পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সম্পন্ন করা হয়। অভিযুক্ত প্রধান অতিথি এস এম শাহ আলমের সাথে তার ব্যবহৃত মোবাইলে একাধিক বার যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এপ্রসঙ্গে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একদল পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।