
২০১৫-২০১৬ অর্থবছরে সর্বোচ্চ আয়কর পরিশোধ করায় সাংবাদিকতা বিভাগে অন্যতম সেরা করদাতা নির্বাচিত হলেন সাভার প্রেসক্লাবের সিনিয়র সদস্য এনটিভির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, বাংলা নিউজ টোয়েন্টিফোর.কম-এর স্পেশাল করেসপন্ডেন্ট ও এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক সাংবাদিক জাহিদুর রহমান।
সর্বোচ্চ আয়কর পরিশোধ করায় তাকে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে নির্মাণাধীন রাজস্বভবনে জাতীয় আয়কর সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেরা করদাতা সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জাতীয় রাজস্ববোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
এছাড়াও সেরা করদাতার স্বীকৃতি হিসেবে তার হাতে ট্যাক্স কার্ডও তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থপ্রতিমন্ত্রী এম এ মান্নান সহ বিভিন্ন ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তবর্গ।
আশুলিয়ার ব্যবসায়ী তানভীর আহম্মদ রোমান ভূইয়া বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাই এবং নাইফা ট্রেড বিডি লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। সেরা করদাতার স্বীকৃতি হিসেবে তার হাতেও সম্মাননা সনদ ও ট্যাক্স কার্ড তুলে দেয়া হয়।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।