মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সোমবার (২৭ জুলাই) থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে সেন্ট্রাল লিকুইড অক্সিজেন সরবরাহ ব্যবস্থা চালু করা হয়েছে। কক্সবাজার জেলা সদর হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডা. মোহাম্মদ মহিউদ্দিন তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানিয়েছেন।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা UNICEF (ইউনিসেফ) ৫৫ লক্ষ টাকারও বেশী অর্থ ব্যয়ে এই সেন্ট্রাল লিকুইড অক্সিজেন প্ল্যান্টটি নির্মাণ করছে। জানা গেছে, কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থাপিত সেন্ট্রাল লিকুইড অক্সিজেন সাপ্লাই প্ল্যান্টটি দেশের জেলা সদর হাসপাতালে স্থাপিত প্রথম সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই প্ল্যান্ট।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।