২৯ আগস্ট, ২০২৫ | ১৪ ভাদ্র, ১৪৩২ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

সেন্টমার্টিনে চিকিৎসা নিতে যাওয়ার পথে রাস্তায় মারা গেলো জেলে

শাহেদ মিজান: প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে মোঃ ছলিম উল্লাহ (৪৫) নামে এক ব্যক্তি মৃত অবস্থায় রাস্তা পড়েছে আছে বলে জানা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সেন্টমার্টিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তিনি চিকিৎসার জন্য যাওয়ার সময় রাস্তায় পড়ে যায় এবং সেখানে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আকস্মিক ওই ব্যক্তি রাস্তায় পড়ে মারা যাওয়ায় করোনা আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে স্থানীয়রা আতঙ্কে রয়েছে। তাই লাশটি পড়ে থাকলেও কোনো লোকজন তার আশেপাশে যাচ্ছে না। পরিষদের দুই চৌকিদার লাশটি পাহারায় রয়েছেন।

স্থানীয় সংবাদকর্মী আবদুল মালেক জানান, মৃত ছলিম উল্লাহ একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি দীর্ঘ দুই মাসের বেশি সময় অসুস্থ ছিলেন। অসুস্থতা বেশি হয়ে গেলে হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় মারা যান তিনি। করোনার কোনো উপসর্গ তার মধ্যে ছিলো না।

মৃত ছলিম উল্লাহর আদি বাড়ি রামুতে এবং একজন হিন্দু। একসময় শাহপরীর দ্বীপ গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। পরে সেন্টমার্টিনে বসবাস শুরু করে। পেশায় জেলে হিসেবে কাজ করত।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সেন্টমার্টিন চেয়ারম্যান নূর আহমেদ জানান, তিনি বর্তমানে টেকনাফে রয়েছেন। লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে চৌকিদার পাঠিয়েছেন। তবে ঘটনার বিস্তারিত তিনি এখন পর্যন্ত জানতে পারেননি বলে এই প্রতিবেদককে জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।