৭ নভেম্বর, ২০২৫ | ২২ কার্তিক, ১৪৩২ | ১৫ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সেন্টমার্টিনের সী-গোল্ড হোটেল থেকে পর্যটকের লাশ উদ্ধার

Teknaf pic(saint martin dead)_26.03.15_1

সেন্টমার্টিন দ্বীপে সী-গোল্ড নামের একটি আবাসিক হোটেল থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে হোটেলের ১১১ নং কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এসময় কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। হোটেল রেজিস্টারে তার নাম সাইফুল (৩৫) পিতা আলি মিয়া, ঢাকা এই ঠিকানাটি লিখা ছিল।সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ীর আইসি মোঃ সেলিম জানান, হোটেল কক্ষে কিভাবে যুবকের মৃত্যু ঘটেছে, অথবা আত্মহত্যা না অন্যকিছু তা খতিয়ে দেখছে পুলিশ। নিহতের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানান তিনি।

এছাড়া তার মোবাইল ফোনের সীম ছিল না। সবকিছু মিলে পুলিশ যুবকের মৃত্যু রহস্যজনক বলে মনে করছে পুলিশ।

জানা গেছে, বুধবার ট্রলার যোগে সেন্টমার্টিন ভ্রমণে এসে পর্যটক যুবক সীগোল্ড নামের হোটেলটিতে উঠে। রাতে ঘুমাতে যাওয়ার পর সকাল ১০টার দিকে হোটেলের পরিচ্ছন্নকর্মী রুম পরিস্কার করতে গিয়ে কক্ষটি ভেতর থেকে বন্ধ পেয়ে অনেকক্ষন ডাকাডাকি করে। পরে কোন সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ফাঁড়ী পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোঃ সেলিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিনসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধায় টেকনাফ থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ শাহজাহান ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। পুলিশ নিহতের লাশ পোস্টমর্টেমের জন্য জেলা সদর হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে এবং তার বিস্তারিত পরিচয় বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানা গেছে ডেইল পাড়া এলাকায় ডাক বাংলোর পাশে অবস্থিত সী গোল্ড নামের হোটেলটির মালিক স্থানীয় আমীর হোসেন নামে এক ব্যক্তি, তার ছেলে আব্দুল্লাহ হোটেলটি পরিচালনা করতো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।