২২ ডিসেম্বর, ২০২৫ | ৭ পৌষ, ১৪৩২ | ১ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

সেন্টমার্টিনের সী-গোল্ড হোটেল থেকে পর্যটকের লাশ উদ্ধার

Teknaf pic(saint martin dead)_26.03.15_1

সেন্টমার্টিন দ্বীপে সী-গোল্ড নামের একটি আবাসিক হোটেল থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে হোটেলের ১১১ নং কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এসময় কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। হোটেল রেজিস্টারে তার নাম সাইফুল (৩৫) পিতা আলি মিয়া, ঢাকা এই ঠিকানাটি লিখা ছিল।সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ীর আইসি মোঃ সেলিম জানান, হোটেল কক্ষে কিভাবে যুবকের মৃত্যু ঘটেছে, অথবা আত্মহত্যা না অন্যকিছু তা খতিয়ে দেখছে পুলিশ। নিহতের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানান তিনি।

এছাড়া তার মোবাইল ফোনের সীম ছিল না। সবকিছু মিলে পুলিশ যুবকের মৃত্যু রহস্যজনক বলে মনে করছে পুলিশ।

জানা গেছে, বুধবার ট্রলার যোগে সেন্টমার্টিন ভ্রমণে এসে পর্যটক যুবক সীগোল্ড নামের হোটেলটিতে উঠে। রাতে ঘুমাতে যাওয়ার পর সকাল ১০টার দিকে হোটেলের পরিচ্ছন্নকর্মী রুম পরিস্কার করতে গিয়ে কক্ষটি ভেতর থেকে বন্ধ পেয়ে অনেকক্ষন ডাকাডাকি করে। পরে কোন সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ফাঁড়ী পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোঃ সেলিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিনসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধায় টেকনাফ থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ শাহজাহান ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। পুলিশ নিহতের লাশ পোস্টমর্টেমের জন্য জেলা সদর হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে এবং তার বিস্তারিত পরিচয় বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানা গেছে ডেইল পাড়া এলাকায় ডাক বাংলোর পাশে অবস্থিত সী গোল্ড নামের হোটেলটির মালিক স্থানীয় আমীর হোসেন নামে এক ব্যক্তি, তার ছেলে আব্দুল্লাহ হোটেলটি পরিচালনা করতো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।