এছাড়া তার মোবাইল ফোনের সীম ছিল না। সবকিছু মিলে পুলিশ যুবকের মৃত্যু রহস্যজনক বলে মনে করছে পুলিশ।
জানা গেছে, বুধবার ট্রলার যোগে সেন্টমার্টিন ভ্রমণে এসে পর্যটক যুবক সীগোল্ড নামের হোটেলটিতে উঠে। রাতে ঘুমাতে যাওয়ার পর সকাল ১০টার দিকে হোটেলের পরিচ্ছন্নকর্মী রুম পরিস্কার করতে গিয়ে কক্ষটি ভেতর থেকে বন্ধ পেয়ে অনেকক্ষন ডাকাডাকি করে। পরে কোন সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ফাঁড়ী পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোঃ সেলিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিনসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধায় টেকনাফ থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ শাহজাহান ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। পুলিশ নিহতের লাশ পোস্টমর্টেমের জন্য জেলা সদর হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে এবং তার বিস্তারিত পরিচয় বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জানা গেছে ডেইল পাড়া এলাকায় ডাক বাংলোর পাশে অবস্থিত সী গোল্ড নামের হোটেলটির মালিক স্থানীয় আমীর হোসেন নামে এক ব্যক্তি, তার ছেলে আব্দুল্লাহ হোটেলটি পরিচালনা করতো।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।