২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ     ●  কক্সবাজারে ছাত্রলীগের ৫ লক্ষ গাছ লাগনোর উদ্যোগ   ●  মহেশখালীতে সাংসদের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ বিনষ্টের অভিযোগ    ●  জেএস‌আরের বিরুদ্ধে উঠা সকল অভিযোগ কে অপপ্রচার বলে দাবি সভাপতি জসিমের   ●  ‘দশ হাজার ইয়াবা গায়েব, আটক  সিএনজি জিডিমূলে জব্দ

সভাপতি প্রিয় দত্ত - সম্পাদক অদিতি বড়ুয়া

সৃজন সংগীত ভুবন এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

বার্তা পরিবেশকঃ কক্সবাজারের সংস্কৃতিপ্রেমীদের অন্যতম জনপ্রিয় সংগঠন সৃজন সংগীত ভুবন এর কমিটি গঠিত হয়েছে। ৫ অক্টোবর শনিবার শহরের আইবিপি রোডস্থ কার্যালয়ে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটি ঘোষণা করেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি হলো- সভাপতি প্রিয়া দত্ত, সিনিয়র সহ-সভাপতি সনজিব শর্মা, সহ-সভাপতি অর্পিতা দত্ত, সাধারণ সম্পাদক অদিতি বড়–য়া, সহ-সাধারণ সম্পাদক পার্থনাথ দে, অর্থ সম্পাদক রাজিব পাল, সহ-অর্থ সম্পাদক হীরক তালুকদার কাকন, সাংগঠনিক সম্পাদক রাসেল দে, সহ-সাংগঠনিক সম্পাদক নিশান ধর, দপ্তর সম্পাদক আবির চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক পাভেল দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুপার্থ বড়–য়া, প্রশিক্ষণ সম্পাদক পূজা কর্মকার, সাংস্কৃতিক সম্পাদক তানিয়া দে, সহ-সাংস্কৃতিক সম্পাদক পিয়াল দাশ, নির্বাহী সদস্য যথাক্রমে- জিকু শীল, পুষ্পিতা দে, অর্নব গুহ স্বাগত, নিশাত তাসনিম, পিতু ধর ও হৃদিতা চৌধুরী।
উল্লেখ্য, ‘সংগীত হোক নতুন দিগন্তের সৃজনশীল পথচলা’ মন্ত্রকে নিয়ে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল সৃজন সংগীত ভুবন। দীর্ঘ ৫ বছরে সংস্কৃতি কর্মীদের প্রিয় একটি সংগঠনে রূপান্তরিত হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।