২৬ আগস্ট, ২০২৫ | ১১ ভাদ্র, ১৪৩২ | ২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

সিরিয়ার হোমসে আত্মঘাতী হামলা, শীর্ষ সেনা কর্মকর্তাসহ নিহত ৪২

সিরিয়ার পঞ্চিমাঞ্চলীয় হোমস শহরের দুই সামরিক কার্যালয়ে পৃথক পৃথক বোমা হামলায় ৪২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সিরীয় মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণকারী যুক্তরাজ্যভিত্তিক সংগঠন অকবজারভেটরি ফর সিরিয়ান হিউম্যান রাইটসকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। শনিবার স্থানীয় সময় সকালে আল-বাব শহরের কাছের এক গ্রামে পরিচালিত ওই আত্মঘাতী হামলায় ৬০ জনের নিহত হওয়ার খবর পাওয়া যায়।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দাবি করেছে, পৃথক দুইটি বোমা হামলার ক্ষেত্রেই প্রথমে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। পরে ৩ জন করে আত্মঘাতী হামলাকারী তাদের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি গুলিও চালান তারা। অবজারভেটরি এখনও নিশ্চিত করতে পারেনি, হামলা দুটি আইএস পরিচালিত কিনা। তবে তাদেরকেই হামলার জন্য সন্দেহ করা হচ্ছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রথম হামলাটি করা হয়েছে হোমস শহরের সামরিক সদর দফতরে। সেখানকার শীর্ষ সামরিক কর্মকর্তাসহ ৩০ জন নিহত হয়েছেন সেই হামলায়। আর রাষ্ট্রীয় নিরাপত্তা প্রতিষ্ঠানের আরেক স্থানীয় কার্যালয়ে পরিচালিত হামলায় নিহত হয়েছেন ১২ জন।

সরকারের নিয়ন্ত্রণে থাকা হোমস শহরে মাত্র একটি অঞ্চলে কর্তৃত্ব রয়েছে আইএসের। তা সত্ত্বেও মাঝে মাঝেই সেখানে হামলা চালাতে সমর্থ হয় মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গি সংগঠন।
সিরিয়ার আল-বাব শহরের কাছে একটি গ্রামে শুক্রবার ভোরে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়েছে এক আইএস জঙ্গি। আল জাজিরা তাদের সবশেষ খবরে জানিয়েছে, ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।