৩০ আগস্ট, ২০২৫ | ১৫ ভাদ্র, ১৪৩২ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

সিঙ্গাপুরের জালে আর্জেন্টিনার গোল উৎসব

শক্তিমত্তা আর তারকাদ্যুতিতে সিঙ্গাপুরের চেয়ে বিস্তর এগিয়ে আর্জেন্টিনা। ফিফা র‌্যাঙ্কিংয়েও দুইয়ে আছে আলবিসেলেস্তেরা। আর সিঙ্গাপুরের অবস্থান ১৫৭তম। ব্যবধানটা মাঠের পারফরম্যান্সেও বুঝিয়ে দিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া, পাওলো দিবালারা। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে আজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিকদের ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে হোর্হে সাম্পাওলির দল।

চারদিন আগে মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারানোর পর আজ সিঙ্গাপুরের বিপক্ষে বড় জয়। আর্জেন্টিনার দায়িত্ব নিয়ে নিজের প্রথম দুই ম্যাচই জিতলেন সাম্পাওলি।

আক্রমণভাগের দুই তারকা লিওনেল মেসি ও গঞ্জালো হিগুয়াইনকে এদিন বিশ্রাম দিয়েছিলেন সাম্পাওলি। বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় শুরু ম্যাচের প্রথম ২০ মিনিটে কয়েকটি সুযোগ মিস করার পর ২৫ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোল করে দলকে লিড এনে দেন জুলিয়ান ফ্যাজিও। অভিষিক্ত আলেহান্দ্রো গোমেজের কর্নার থেকে আসা বলে পা ছুঁয়ে জালে জড়িয়ে দেন ৩০ বছর বয়সি সেন্টার ব্যাক।

পাঁচ মিনিট পরই আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন কার্লোস কোরেয়া। বাইলাইন থেকে দিবালার বাড়ানো বল পোস্টের খুব কাছ থেকে জালে পাঠিয়ে দেন সেভিয়ার এই মিডফিল্ডার। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিটে ব্যবধান বাড়ান অভিষিক্ত গোমেজ। ২৫ গজ দূর থেকে জোরালো শটে স্বাগতিক গোলরক্ষককে পরাস্ত করেন আটলান্টার ২৯ বছর বয়সি ফরোয়ার্ড।

৭১ মিনিটে লিয়েন্দ্রো পারেদাসের শট পোস্টে লেগে ফিরে আসে। দুই মিনিট পর তিনিই জোরালো শটে স্কোরলাইন ৪-০ করেন। নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন লুকাস অ্যালারিও। আর যোগ করা সময়ে সিঙ্গাপুরের জালে ষষ্ঠ পেরেক ঠুকে দেন ডি মারিয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।