১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

সিঙ্গাপুরের জালে আর্জেন্টিনার গোল উৎসব

শক্তিমত্তা আর তারকাদ্যুতিতে সিঙ্গাপুরের চেয়ে বিস্তর এগিয়ে আর্জেন্টিনা। ফিফা র‌্যাঙ্কিংয়েও দুইয়ে আছে আলবিসেলেস্তেরা। আর সিঙ্গাপুরের অবস্থান ১৫৭তম। ব্যবধানটা মাঠের পারফরম্যান্সেও বুঝিয়ে দিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া, পাওলো দিবালারা। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে আজ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিকদের ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে হোর্হে সাম্পাওলির দল।

চারদিন আগে মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারানোর পর আজ সিঙ্গাপুরের বিপক্ষে বড় জয়। আর্জেন্টিনার দায়িত্ব নিয়ে নিজের প্রথম দুই ম্যাচই জিতলেন সাম্পাওলি।

আক্রমণভাগের দুই তারকা লিওনেল মেসি ও গঞ্জালো হিগুয়াইনকে এদিন বিশ্রাম দিয়েছিলেন সাম্পাওলি। বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় শুরু ম্যাচের প্রথম ২০ মিনিটে কয়েকটি সুযোগ মিস করার পর ২৫ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। গোল করে দলকে লিড এনে দেন জুলিয়ান ফ্যাজিও। অভিষিক্ত আলেহান্দ্রো গোমেজের কর্নার থেকে আসা বলে পা ছুঁয়ে জালে জড়িয়ে দেন ৩০ বছর বয়সি সেন্টার ব্যাক।

পাঁচ মিনিট পরই আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন কার্লোস কোরেয়া। বাইলাইন থেকে দিবালার বাড়ানো বল পোস্টের খুব কাছ থেকে জালে পাঠিয়ে দেন সেভিয়ার এই মিডফিল্ডার। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬০ মিনিটে ব্যবধান বাড়ান অভিষিক্ত গোমেজ। ২৫ গজ দূর থেকে জোরালো শটে স্বাগতিক গোলরক্ষককে পরাস্ত করেন আটলান্টার ২৯ বছর বয়সি ফরোয়ার্ড।

৭১ মিনিটে লিয়েন্দ্রো পারেদাসের শট পোস্টে লেগে ফিরে আসে। দুই মিনিট পর তিনিই জোরালো শটে স্কোরলাইন ৪-০ করেন। নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন লুকাস অ্যালারিও। আর যোগ করা সময়ে সিঙ্গাপুরের জালে ষষ্ঠ পেরেক ঠুকে দেন ডি মারিয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।