৬ জুলাই, ২০২৫ | ২২ আষাঢ়, ১৪৩২ | ১০ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

সালাহ উদ্দিনকে নিয়ে নিষ্ঠুর মন্তব্য না করার আহ্বান

Mahmudul-bnp1

দুই মাস ‘নিখোঁজ’ থাকার পর ভারতের মেঘালয়ে সালাহউদ্দিন আহমেদের সন্ধান পাওয়া গেছে। উনার নিখোঁজ ও সন্ধান পাওয়া নিয়ে নিষ্ঠুর মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান।

নয়াপল্টনে বিএনপির যৌথ সভা শেষে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সালাহ উদ্দিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের সহযোগিতা কামনা করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান। পাশাপাশি সালাহ উদ্দিনকে নিয়ে নিয়ে নিষ্ঠুর মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

মোহাম্মদ শাজাহান বলেন, ‘সরকারের কিছু মন্ত্রী বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে নিয়ে নির্মম ও নিষ্ঠুর কথা বলছেন। নির্মম কথায় সালাহউদ্দিন ছোট হবে না বরং যারা এ ধরনের নিষ্ঠুর কথা বলছেন তারাই ছোট হবেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা অবশ্যই সরকারের সহযোগিতা চাই। সালাহ উদ্দিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাই।’

সালাহ উদ্দিনকে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, ‘আরেকটি দেশের আইনিপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। তারা তাদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই তাকে ফিরিয়ে দেবে।’

ইন্টারপোলে সালাহ উদ্দিনের রেড এ্যালার্ট সর্ম্পকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, ‘ইন্টারপোলের রেড এ্যালার্ট জারি তেমন কোনো বিষয় নয়। এই রেড এ্যালার্টে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে সালাহ উদ্দিনকে আনার কোনো বিষয় না। বাংলাদেশ ইন্টারপোলের সদস্য দেশে হিসেবে সরকারের দাবির পরিপ্রেক্ষিতে শুধু তথ্য প্রকাশ করেছে।’

তিনি জানান, ‘সালাহ উদ্দিনের পরিবারের সদস্যরা ভারতের ভিসার জন্য আবেদন করেছেন। ভিসা পেলেই সালাহ উদ্দিনকে দেশে ফিরিয়ে আনতে ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন তার পরিবারের সদস্যরা।’

সংবাদ সম্মেলনে মোহাম্মদ শাহজাহান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। আগামী ২৮ মে থেকে ১৪ জুন পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি পালন করবে বিএনপি।

যৌথসভায় উপস্থিত ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম, সহ-প্রচার সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য ফোরকান আলম, যুবদলের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক প্রমুখ।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।