৪ মে, ২০২৪ | ২১ বৈশাখ, ১৪৩১ | ২৪ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন   ●  কক্সবাজার পৌরসভায় ৩ টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা   ●  কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী   ●  ‘সবাইকে ভালোর দিকে ছুটতে  হবে, খারাপের দিকে নয়’   ●  বিজয়ী হয়ে অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নজির আহাম্মদ   ●  চকরিয়ায় সাবেক সাংসদের উপস্থিতিতে সাংবাদিকের উপর হামলা

সালাহউদ্দিনের কন্ঠস্বরকে অবৈধ সরকার ভয় পায় বলেই তাকে বেআইনীভাবে আটক করেছে

Cox dist BNP 12.03.15-1
বিএনপির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে ‘আটকের’ প্রতিবাদে আয়োজিত কক্সবাজার জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল বলেছেন, গণতন্ত্র বিরোধী শেখ হাসিনার অবৈধ সরকার আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। তাই ক্ষমতা হারানোর ভয়েই জাতীয়তাবাদী শক্তির উপর খুন, গুম, হয়রানিসহ নানা নিপীড়ন চালাচ্ছে।
তিনি আরো বলেন, বিএনপির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের কন্ঠস্বর সরকারে কাঁপন ধরিয়ে দিয়েছে। এ কারণে সরকারের পেটুয়া বাহিনী দিয়ে তাকে আটক করা হয়েছে।
বিএনপি নেতা কাজল গতকাল বৃহস্পতিবার বিকাল চারটায় শহরের শহীদ সরণীস্থ জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার এখন পুরোপুরি পেটুয়া বাহিনী নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু কোন বাহিনী দিয়ে বেশিদিন যে ক্ষমতায় থাকা যায় না তা শেখ মুজিব ও এরশাদের পতনের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে।
সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, সালাহউদ্দিন আহমদের মত একজন জাতীয় নেতাকে রাতের আঁধারে তুলে নিয়ে বর্তমান অবৈধ সরকার প্রমাণ করেছে দেশে এখন আইন শাসন, বিচার ও মানবাধিকার বলতে কিছু নেই। কিন্তু আমরা সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, তাকে অবিলম্বে ফেরত দেয়া না হলে কক্সবাজারকে অচল করে দেয়া হবে। আর উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।
বিক্ষোভ সমাবেশের আগে সালাহউদ্দিনের মুক্তির দাবীতে বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা শ্লোগান দিতে দিতে শহরের বিভিন্নস্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এসে জড়ো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও প্রশাসনিক বাধার কারণে করা যায়নি।
বিএনপির বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বúœা, সহ-সভাপতি ও পৌর বিএনপি সভাপতি রফিকুল হুদা চৌধুরী, যুগ্ম সম্পাদক এডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সভাপতি পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হামিদউদ্দিন ইউসুফ গুন্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সদস্য এম মোকতার আহমদ, জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র মোহাম্মদ জিসানউদ্দিন জিসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, যুগ্ম সম্পাদক সানাউল্লাহ আবু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবউল্লাহ হাবিব, সাবেক সাংগঠনিক সম্পাদক নেজামউদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল, সিনিয়র সভাপতি সরওয়ার রোমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরউদ্দিন মনির, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, পৌর যুবদলের সভাপতি মসউদুর রহমান মাসুদ, সদর যুবদলের আহবায়ক ফরিদুল আলম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, যুগ্ম সম্পাদক জাহেদুর রহমান রিটন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল্লাহ, শহর ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইলিয়াছ, কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের আহবায়ক সাইফুর রহমান নয়ন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাদৎ হোসেন রিপন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন টিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কক্সবাজার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সভাপতি ওসমান সরওয়ার রানা, কক্সবাজার আইন কলেজ ছাত্রদলের সভাপতি আলমগীর সোহেল, সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামসুল আলম, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আহবায়ক এইচএম রায়হানউদ্দিন, যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান রাজিব, পৌর শ্রমিক দল সভাপতি এস্তাক আহমদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাজী আবদুর রহিম, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মুন্না, পর্যটন অঞ্চল শ্রমিক দল সভাপতি খায়রুল আমিন ও সাধারণ সম্পাদক কলিমউল্লাহ কলিম প্রমূখ। সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সদস্য সচিব শওকত আলম, রামু উপজেলা যুবদল সভাপতি জাভেদ ইকবাল, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ আজমগীর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট ছলিমউল্লাহ, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আনোয়ারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, কৃষক দল ও বাস্তুহারা দলের পৌর ও উপজেলা নেতৃবৃন্দ।
সালাহউদ্দিন আহমদকে ‘আটকের’ প্রতিবাদে শনিবার বিক্ষোভ সমাবেশ ও মিছিল, রবিবার হরতাল
এরআগে বিএনপির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে ‘আটকের’ খবরে তাৎক্ষণিকভাবে এক প্রেসব্রিফিং এর মাধ্যমে আন্দোলন কর্মসূচী ঘোষণা করে জেলা বিএনপি। কর্মসূচীর মধ্যে রয়েছে কাল শনিবার ১৫ মার্চ কক্সবাজারের সকল উপজেলা ও পৌর শহরে বিক্ষোভ, সমাবেশ ও মিছিল এবং রবিবার জেলাব্যাপী সকাল সন্ধ্যা হরতাল। বিকাল ৩টায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত প্রেসব্রিফিং-এ উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বúœা, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী ও প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।