১৫ ডিসেম্বর, ২০২৫ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৩ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছে “হাসিঘর ফাউন্ডেশন”

নিজস্ব প্রতিবেদক:

শনিবার সকাল ১০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য ব্লাড ডোনারস সোসাইটির আয়োজনে স্বেচ্ছাসেবী সংবর্ধনা অনুষ্ঠানে কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সংগঠনটির সদস্যদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন তারুণ্য ব্লাড ডোনারস সোসাইটির প্রতিষ্টাতা মোহাম্মদ সোহেল সহ সংগঠনটির সদস্যরা।

জানা যায়, ২০২১ সালের ৩ জুলাই একঝাঁক উদ্যমী তরুণ যুবকদের নিয়ে গঠিত হয় হাসিঘর ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠালগ্নের পর থেকেই সংগঠনটির সদস্যদের তারুণ্যদীপ্ত উদ্যম, একাগ্রতা ও অদম্য ইচ্ছfশক্তির জোরে ক্রমান্বয়ে সেবার পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, ঈদবস্ত্র বিতরন, করোনা পাদুর্ভাবের সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও করোনা টিকাদান কেন্দ্রে মাস্ক, লিপলেট ও স্যানিটাইজার বিতরন এবং কোনো অসহায় মানুষ বড় রোগে আক্রান্ত হলে তার জন্য আর্থিক সহায়তা দেয়া, এবং ১-১৮ বছরের বাচ্চাদের মসজিদ ও নামাজমূখি করার জন্য পুরুস্কার ও মেডেল বিতরণ সহ নানা সামাজিক মানবিক কাজ করে হাসিঘর ফাউন্ডেশন নামে এই সংগঠনটি সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সম্মাননা স্মারক পাওয়ার অনুভূতি জানতে চাইলে হাসিঘর ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের উখিয়া উপজেলা শাখার সভাপতি পিএম মোবারক জানান, ‘স্বেচ্ছায় মানুষের সেবার ব্রত নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে সবসময় মানবতার কাজে নিজেদের নিয়োজিত রাখতে চাই। এই পথচলাকে তারুণ্য ব্লাড ডোনারস সোসাইটি সম্মানিত করে সম্মাননা স্মারক প্রদান করায় আমরা আরও উৎসাহ পেয়েছি।’ এবং হাসিঘর ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার জানান আমরা অসহায় মানুষের মুখে হাসি ফুটাবো স্লোগান কে সামনে রেখে দেশ ও জাতির স্বার্থে কাজ করে যাচ্চি এবং ভবিষ্যতে আমাদের কাজের/সেবার পরিধি আরে বৃদ্ধি করবো।
এই স্বেচ্ছাসেবী সংবর্ধনা অনুষ্ঠানে হাসিঘর ফাউন্ডেশন এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন উখিয়া শাখার সদস্য নাজমুল হাসান,সাকিব প্রমুখ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।