
কক্সবাজার সময় ডেস্কঃ টেকনাফের সাবরাং বড় সতীনের হাতে ৬ মাসের গর্ভবতী ছোট সতীন খুন হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত নারী সাবরাং পুরানপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ২য় স্ত্রী সেলিনা বেগম (২৫)। ১৮ সেপ্টেম্বর সোমবার ভোর রাতে বিদ্যুৎ শক দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
নিহতের স্বজন ও স্থানীয় সুত্রে জানা যায় সোমবার ১৮ সেপ্টেম্বর ভোরে বড় সতীন মোতাহারা বেগমের ২য় পুত্র জুবাইর আহমদ মোবাইল ফোনে নিহত সেলিনার মায়ের কাছে মেয়ের মৃত্যুর সংবাদ জানায়। খবর পেয়ে সেলিনার মা ও বোন ঘটনাস্থলে এসে বিদ্যুতের তার পেচাঁনো এবং পোড়া অবস্থায় মেয়ে সেলিনার মৃত দেহ দেখতে পান।
এদিকে ঘটনার পর থেকে বড় সতীন মোতাহার বেগম (৩৩), তার বড় ছেলে রিয়াজুল ইসলাম ও ছোট ছেলে জুবাইর আহমদ পলাতক রয়েছে। নিহতের স্বামী আগে থেকে ব্যবসায়ীক কাজে চট্টগ্রামে অবস্থান করছেন বলে জানা গেছে। স্থানীয় ইউপি মেম্বার আলহাজ্ব মাহমুদুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন ‘বিষয়টি টেকনাফ মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে’।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।