১১ নভেম্বর, ২০২৫ | ২৬ কার্তিক, ১৪৩২ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

নাফনদীতে রোহিঙ্গা বোঝাই নাটকীয় ভেলার মহড়া

সাবরাং পয়েন্ট দিয়ে ফের ৪শ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের অনুপ্রবেশ


হুমায়ূন রশিদ,(টেকনাফ): বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকালে বাঁধার মুখে পড়ার আতংকে এবার রোহিঙ্গারা অভিনব কায়দায় তৈরী করা নাটকীয় নৌযান ভেলার আশ্রয় নিয়েছে। এসব নৌযানে ভেসে নানা নাটকীয়তার পরও বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করছে প্রায় ৪শ রোহিঙ্গা নারী,পুরুষ ও শিশু। অনুপ্রবেশকারীদের মধ্যে গুরুতর অসুস্থদের সেনাক্যাম্প হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তথ্যানুসন্ধানে জানাযায়,১২ নভেম্বর ভোরে মিয়ানমারের আকিয়াবের ধাওনখালী পয়েন্ট হতে দূর্গম এলাকা বুচিধং ও রাশিধংয়ের চেঘামপাড়া, ধানীপাড়া, পুঁইমালি, ওয়ারিঅং, পুুঁইয়াং দংয়ের শত শত রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু-কিশোরেরা বেশ কয়েকটি অভিনব কায়দায় তৈরী করা ভেলায় করে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের লক্ষ্যে রওয়ানা দেয়। সকালে টেকনাফের সাবরাং নয়াপাড়া পয়েন্ট দিয়ে ২টি ভেলা বোঝাই রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুর অনুপ্রবেশ ঘটে। তখন স্থানীয় সাবরাং বিওপি জওয়ানেরা তাদের তল্লাশী করে নিজ জিম্মায় নেয়। এতে অসুস্থ ও গুরুতর আহতদের স্থানীয় সেনাক্যাম্প হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। অপরদিকে বিকাল ৩টারদিকে শাহপরীরদ্বীপ পয়েন্ট হয়ে আরো ৯টি রোহিঙ্গা বোঝাই ভেলা নাফনদীতে অবস্থান নিয়ে অনুপ্রবেশের মহড়া দেয়। যা স্থানীয় জনসাধারণের মধ্যে কৌতুহল সৃষ্টি করায় এক নজর দেখার জন্য নদীর পাড়ে ভীড় করতে দেখা গেছে। অবশেষে সন্ধ্যারদিকে এসব রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু বোঝাই ভেলা নয়াপাড়া পয়েন্ট দিয়ে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করে। তখন একই বিওপি জওয়ানেরা তল্লাশী পূর্বক রোহিঙ্গাদের নিজ জিম্মায় নেন। অনুপ্রবেশকারীদের মধ্যে অসুস্থ এবং আহতদের চিকিৎসার জন্য ফের সেনা ক্যাম্প হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অবশিষ্টদের খাদ্য ও মানবিক সহায়তা দিয়ে শরণার্থী ক্যাম্পে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা নির্ণয় করা না হলেও প্রায় ৪শ মত হতে পারে বলে বিভিন্ন বিশ্বস্থ সুত্র ধারণা করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।