২০ সেপ্টেম্বর, ২০২৫ | ৫ আশ্বিন, ১৪৩২ | ২৭ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

সাতকানিয়ার ডলুব্রিজে অবৈধ গাড়ি পার্কিং: জনদুর্ভোগ চরমে

1480089410
সাতকানিয়ার ডলুব্রিজ। এ ব্রিজের ওপর দু’পাশে সারি সারিভাবে পার্কিং করা হয়েছে সিএনজিচালিত তিন চাকার অটোরিকশা। প্রথমবার দেখেছেন এমন কেউ মনে করতে পারেন এটি নদীর ওপর পার্কিং স্টেশন। আর এ অবৈধ স্টেশন বসিয়েছে খোদ পুলিশ! এ পার্কিং স্টেশন থেকে পুলিশ পায় নির্ধারিত মাসোহারা। ফলে বছরের পর বছর এখানকার শিক্ষার্থীসহ সাধারণ জনগণ চরম দুর্ভোগ পোহালেও পুরো ব্রিজ জুড়ে অবৈধ পাকিং উচ্ছেদে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। কেউ প্রতিবাদ করলে তাকে নাজেহাল করেন অবৈধ পার্কিংয়ে থাকা সিএনজি চালিত অটো রিকশার চালক ও মস্তানরা।
স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ করেছেন, সাতকানিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অসংখ্যবার ডলুব্রিজের ওপর অবৈধ পার্কিং উচ্ছেদে সিদ্ধান্ত হয়েছে। সাতকানিয়া থানা পুলিশকে এ ব্যাপারে নির্দেশও দেয়া হয়েছে। কিন্তু পুলিশ এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না। বরং আগে এক পাশে পার্কিং থাকলেও এখন দু’পাশে পার্কিং স্টেশন করা হয়েছে। জনস্বার্থ সংশ্লিষ্ট এমন ‘সিদ্ধান্ত বাস্তবায়নের সিদ্ধান্তহীনতায়’ নাকাল হচ্ছেন সেতুর দিয়ে চলাচলকারী যানবাহনের যাত্রীরা। কোনো অদৃশ্য শক্তির ইশারায় ডলুব্রিজ থেকে অবৈধ গাড়ি পার্কিং সরানো যাচ্ছে নো তা সাধারণ মানুষের বোধগম্য নয়।
সরেজমিনে দেখা যায়, ব্রিজের দু’পাশে অসংখ্য সিএনজি চালিত অটোরিকশা পার্কিং করে যাত্রীর জন্য অপেক্ষা করছেন চালকরা। ফলে সেতুর ওপর দিয়ে ছোট যানবাহন পার হয়ে গেলেও বড় যানবাহনগুলো পার হতে প্রচুর বেগ পেতে হয়। দু’ গজ পথ পাড়ি দিতে সময় লাগে অন্তত ২০ থেকে ৩০ মিনিট। কখনো যানজট লেগে গেলে অপেক্ষা করতে হয় আরো বেশি সময়।
উপজেলার চরতী, আমিলাইশ, কাঞ্চনা, মাদার্শা, সোনাকানিয়া ও এওচিয়ার জনসাধারণকে ডলুব্রিজ পার হয়ে সাতকানিয়া থানা, সাতকানিয়া আদালত, উপজেলা পরিষদে যোগাযোগ ও চট্টগ্রাম জেলা শহরে যাতায়াত করতে হয়। এর বাইরে আছে সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সাতকানিয়া সরকারি কলেজ, সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, সাতকানিয়া সরকারি কলেজ, সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের অন্তত ৫ হাজারেরও অধিক ছাত্র-ছাত্রীকেও ডলুব্রিজ পার হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। তাছাড়া ব্যবসাবাণিজ্যের কাজে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা উপরোক্ত এলাকার বাসিন্দাদের ছাড়াও মির্জাখীল দরবার শরীফের মুরিদানরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দরবার শরীফে আসার ক্ষেত্রে ডলুব্রিজকেই ব্যবহার করে থাকেন। সঙ্গত কারণেই যোগাযোগের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ এ ডলুব্রিজ এলাকাটি জনসাধারণ চলাচলের জন্য উš§ুক্ত থাকার কথা থাকলেও চিত্র তার ঠিক উল্টো। স্থানীয় জনগণ অভিযোগ করেন পুলিশই এ অবৈধ পার্কিং স্টেশনের মালিক। এ ব্যাপারে সচেতন কয়েক যুবক পুলিশের কাছে অভিযোগ করে বিপাকে পড়েছেন। তাদের নাশকতার মামলায় আসামি করার হুমকি দেয়া হয়েছে। ফলে কেউ টুঁ-শব্দ করছেন না। স্থানীয় গণমাধ্যম কর্মীরা পুলিশের এ হুমকি থেকে বাদ যাননি।
এ প্রসঙ্গে সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, ‘আমরা পৌরসভার পক্ষ থেকে এ বছরের ভেতরেই একটি বাস টার্মিনাল করার জন্য চেষ্টা করছি। টার্মিনাল হলেই তাদের সেখান থেকে সরিয়ে দেয়

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।