৮ নভেম্বর, ২০২৫ | ২৩ কার্তিক, ১৪৩২ | ১৬ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ঘুর্ণিঝড় মিধিলি

সাগরে বিকল হওয়া ফিশিং ট্রলার সহ ৩২ মাঝিমাল্লা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার ঘুর্ণিঝড় মিধিলি‘র কারণে ঝড়ের কবলে পড়ে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া দুইটি ফিশিং ট্রলারসহ ৩২ জন মাঝিমাল্লা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শনিবার দুপুরে কক্সবাজারের নুনিয়াছড়া জেটি ঘাটে উদ্ধার ফিশিং ট্রলার ও মাঝিমাল্লাদের নিয়ে আসা হয়। এরপর দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া সেলের কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
জেটি ঘাটে কোস্ট গার্ডের পক্ষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জানানো হয়, ১৪ নভেম্বর এফবি মায়ের দোয়া নামক একটি ফিশিং ট্রলার কক্সবাজার এর টেকপাড়া এলাকার মাঝির ঘাট হতে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। একপর্যায়ে ঘূর্ণিঝড় মিধিলি এর প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে।
তিনি জানান, কক্সবাজারের জেলা প্রশাসনের মাধ্যমে খবর পেয়ে কোস্ট গার্ডের ক্যাপ্টেন নুর মোহাম্মদ তারিক আজিজের নেতৃত্বে  উদ্ধারকারী জাহাজ মনসুর আলী গত শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ২১ নটিক্যাল মাইল দুরে গভীর সাগর থেকে ভাসতে থাকা ফিশিং ট্রলার ও এর ১৮ মাঝিমাল্লাকে উদ্ধার করে। এর পুর্বে শুক্রবার দিবাগত রাতে কক্সবাজারের ইনানী সমুদ্র উপকূলে ঝড়ো হাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে যাওয়া ১৪ মাঝিমাল্লা সহ আরেকটি ফিশিং ট্রলার স্থানীয় জেলেদের সহায়তায় কোস্ট গার্ড উদ্ধার করে। পরবর্তীতে কোস্টগার্ড কর্তৃক ফিশিং বোটের মালিকপক্ষের সাথে যোগাযোগ করে জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।